প্রথম দিনেই রেকর্ড আয়! পুষ্পা ২ কে টেক্কা দিচ্ছে রামচরণের গেম চেঞ্জার

প্রথম দিনেই রেকর্ড আয়। পুষ্পা ২ (Pushpa 2) কে কড়া টক্কর দিয়ে বক্স অফিসে ঝড় তুলল রামচরণের গেম চেঞ্জার (Game Changer)। বক্স অফিস কালেকশনে অল্লু অর্জুনকে (Allu Arjun) টেক্কা দিতে পারলেন কি রামচরণ (Ram Charan)? মুক্তির প্রথম দিনেই রামচরণের এই সিনেমাটি বক্স অফিসে রেকর্ড আয় করে ফেলল।

১০ই জানুয়ারি মুক্তি পেয়েছে রামচরণের গেম চেঞ্জার। তামিল, তেলেগু, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম, এই পাঁচটি ভাষাতে সিনেমাটির রিলিজ হয়েছে। শুধু ভারতে সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৫১.২৫ কোটি টাকা। তবে বিশ্বব্যাপী এর তিন গুণ আয় করেছে গেম চেঞ্জার।

Game Changer

প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে এই সিনেমা। অফিসিয়ালি দাবি করা হয়েছে সিনেমাটি বিশ্বব্যাপী প্রথম দিন ১৮৬ কোটি টাকা আয় করেছে। রাজনীতির প্রেক্ষাপটে এই সিনেমাটি যে দর্শকদের খুবই পছন্দ হয়েছে তা বলাই বাহুল্য। হালফিলের সবথেকে বড় হিট পুষ্পা ২ কে কড়া টক্কর দিচ্ছে গেম চেঞ্জার।

আরও পড়ুন : পুষ্পা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ খান! কেন রাজি হননি অভিনেতা?

Game Changer

আরও পড়ুন : ২০২৫ এর সবথেকে বড় ৪টি দক্ষিণী সিনেমা, যা ভেঙে দেবে বক্স অফিসের সব রেকর্ড

কিন্তু প্রথম দিনের বক্স অফিস কালেকশনের নিরিখে গেম চেঞ্জার পুষ্পাকে টেক্কা দিতে পারেনি। কারণ প্রথম দিনে পুষ্পার আয় ছিল ২৯৪ কোটি টাকা। আর মুক্তির পর ৩৮ দিন পেরিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পুষ্পা ২ এর আয় হয়েছে ১,৮০০ কোটি টাকা। গেম চেঞ্জার আগামী দিনে বক্স অফিসের কালেকশন কতটা বাড়াবে সেটাই এখন দেখার।