রণবীর কাপুর নাম, অভিষেক বচ্চনও বাদ। বাদ পড়েছেন আয়ুষ্মান খুরানাও। বলিউড অভিনেতা সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয় করবেন কে? অবশেষে ফাইনাল হয়ে গেলেন অভিনেতা। কাস্টিং চূড়ান্ত হতেই মুখ খুললেন সৌরভ গাঙ্গুলীও। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সৌরভ গাঙ্গুলী সেই নামটা ফাঁস করেই দিলেন। এই অভিনেতার সঙ্গে কিন্তু আবার রয়েছে বাংলার যোগ। তিনি কিন্তু আবার এই বাংলারই জামাই।
সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের নায়ক কে হবেন?
বিগত প্রায় ৫ বছর ধরে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে চর্চা চলছে। কিন্তু কিছুতেই চূড়ান্ত করা যাচ্ছিল না নায়ককে। সৌরভ নিজে নাকি রণবীর কাপুরকে চেয়েছিলেন। কিন্তু রণবীর সঞ্জু সিনেমার পর আর বায়োপিক করতে চাননি। আর তাছাড়া তিনি নাকি ফুটবল ভালোবাসেন, ক্রিকেট নয়। অতএব রণবীর বাদ। এরপর এই প্রস্তাব ঘুরতে থাকে বলিউডের অন্দরে। কিন্তু কিছুতেই আর নায়ক বাছাই করা যাচ্ছিল না। মাঝে শোনা গেল সৌরভ নাকি নিজেই নিজের চরিত্রে অভিনয় করবেন। কিন্তু সেই পরিকল্পনাও আপাতত বাদ পড়েছে।
সিনেমার পর্দায় কে হবেন সৌরভ?
সম্প্রতি সৌরভ গাঙ্গুলীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান তার বায়োপিক বানানোর কাজ এখন দ্রুত গতিতে এগোচ্ছে। সৌরভ জানিয়েছেন এই সিনেমা মুক্তি পেতে এখনো আরো এক বছর সময় লাগবে। এরপর তিনি বলেন রাজকুমার রাওকে নাকি এই সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছে। তাকে অন্তত এমনটাই জানানো হয়েছে। অভিনেতাদের ডেট নিয়ে সমস্যা থাকে। তিনি অন্য ছবিতে চলে গেলে তখন এই সিনেমার জন্য ডেট নাও দিতে পারেন। কিন্তু সৌরভের কাছে আপাতত খবর রয়েছে রাজকুমারই হবেন পর্দার সৌরভ গাঙ্গুলী।
আরও পড়ুন : ছবি দেখানোর নামে শুধুই বিজ্ঞাপন! মাল্টিপ্লেক্সের বিরুদ্ধে মামলা করে মোটা টাকা পেলেন যুবক
আরও পড়ুন : ফেলুদা-ব্যোমকেশ অতীত! বড় পর্দায় ‘কাকাবাবু’ হয়ে আসছেন টলিউডের এই সুপারস্টার
সৌরভ আরও বলেছেন রাজকুমারকে তিনি খুবই পছন্দ করেন। রাজকুমারীর স্ত্রী পত্রলেখা বাঙালি। স্ত্রীর থেকে তিনি বাঙালি সংস্কৃতি এবং ভাষা শিখেছেন। আর তাছাড়া রাজকুমারের অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। দর্শকদের মনে এখন প্রশ্ন উঠছে রাজকুমার সৌরভ হলে ডোনা কে হবেন? এর উত্তরে সৌরভ বলেছেন ডোনার চরিত্রটি ‘জটিল’। তবে এই চরিত্রের জন্য অনেক নায়িকার অপশন রয়েছে। কিন্তু কাকে চূড়ান্ত করা হয়েছে সেটা তিনি খোলাসা করেননি।