রাজেশ খান্না বলিউডের প্রথম সুপারস্টার। একসময় ইন্ডাস্ট্রিতে তার আধিপত্য ছিল তুঙ্গে। তার সমকালীন সব অভিনেতাদের থেকে ব্যক্তি তার পারিশ্রমিক। তিনি ছিলেন নিজের মর্জির মালিক। যখন খুশি সেটে আসতেন। যখন খুশি যেতেন। রাজেশ খান্নার উপর কথা বলার মত কেউ ছিল না তখন বলিউডে। জীবনে শুধু একবারই একটি সিনেমার জন্য মাথা নত করেছিলেন রাজেশ খান্না। সেই সিনেমা পেতে তিনি এতটাই মরিয়া হয়েছিলেন যে পরিচালকের হাতে-পায়ে ধরতেও বাকি রাখেননি।
কোন সিনেমার জন্য মাথা নত করতে হয়েছিল সুপারস্টার রাজেশ খান্নাকে?
যে সময়ের কথা বলছি তখন বলিউডের সব পরিচালক এবং প্রযোজকরা রাজেশ খান্নার সঙ্গে কাজ করতে চেয়ে তার আগে পিছে ঘুরতেন। তখন রাজেশ খান্নার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেই সময় পরিচালক হৃষিকেশ আনন্দ সিনেমা বানাচ্ছেন। এই সিনেমার ব্যাপারে খবর পেয়েই রাজেশ খান্না সিনেমাটিতে সুযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। কিন্তু পরিচালকই বরং তাকে নিতে চাইছিলেন না তার পারিশ্রমিকের কথা ভেবে। আসলে রাজেশ খান্না সেই সময় ৭ লক্ষ টাকা পারিশ্রমিক পেতেন ছবি পিছু। আনন্দ সিনেমা বানানোর জন্য অত বাজেট ছিল না নির্মাতাদের হাতে।
কোন তিন শর্ত মানতে হয়েছিল রাজেশ খান্নাকে?
রাজেশ খান্নাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন হৃষিকেশ। তবুও নাছোড়বান্দা হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত হৃষিকেশ রাজি হন কিন্তু তিনি তিনটে শর্ত দিয়েছিলেন রাজেশ খান্নাকে। এক, রাজেশ খান্নাকে অত পারিশ্রমিক তিনি দিতে পারবেন না। দুই, সিনেমাটিকে তাড়াতাড়ি শেষ করার জন্য তাড়া দিতে পারবেন না রাজেশ। আর তিন, প্রতিদিন সঠিক সময়ে রাজেশ খান্নাকে সেটে আসতে হবে। এই তিনটি শর্তেই রাজি হয়ে গিয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন : স্ত্রীকে ত্যাগ করেছিলেন! রাজেশ খান্নার ৬০০ কোটি টাকার সম্পত্তি কে পেল?
আরও পড়ুন : পেটে মদ পড়লেই অন্য মানুষ! রাজেশ খান্নার সব অত্যাচার ফাঁস করে দিলেন লিভ ইন পার্টনার
আনন্দ সিনেমার বক্স অফিস কালেকশন কত?
প্রথম শর্তমত আনন্দ সিনেমার জন্য রাজেশ খান্না পারিশ্রমিক ৮৫ শতাংশ কমিয়ে নেন। মাত্র ১ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। আসলে রাজেশ বেশ বুঝতে পেরেছিলেন এই সিনেমা মানুষের মনে দাগ কাটবেই। তাই তিনি এমন সুবর্ণ সুযোগ শুধুমাত্র কিছু টাকার জন্য ছেড়ে দিতে চাননি। সিনেমাটি যখন মুক্তি পায় তখন বক্স অফিসে ৯৮ লক্ষ টাকার ব্যবসা করেছিল। আর সিনেমা বানানোর খরচ ছিল মাত্র ৩০ লক্ষ টাকা। অর্থাৎ ৬৮ লক্ষ টাকা বক্স অফিসে তখনকার দিনে লাভ রেখেছিল আনন্দ।