বাংলা সিনেমাতে নায়ক কোথায়? দেব-জিতকে খোঁচা মেরে বিস্ফোরক রজতাভ দত্ত

রজতাভ দত্ত, বাংলা সিনেমার খুবই জনপ্রিয় একজন অভিনেতা। কমেডি থেকে ভিলেন, আবার কখনও সিরিয়াস চরিত্রেও তার অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এহেন দাপুটে অভিনেতা সম্প্রতি বাংলা সিনেমার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রজতাভ বলেছেন বর্তমানে বাংলা সিনেমার অবস্থা খুবই শোচনীয়। বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়েও ভীষণ হতাশ তিনি। এর কিছু কারণও তিনি উল্লেখ করেছেন।

রজতাভ দত্ত বরাবরই স্পষ্টবাদী। রেখেঢেকে কথা তিনি বলেন না। তার কথায় বাংলা সিনেমাতে এখন নায়ক কোথায়? নায়করা তো প্রোডিউসারের ভূমিকা নিয়েছেন। নিজের ছবি নিজেই বানাচ্ছেন। প্রোডিউসারদের এখন আর খরচ করে নায়ক তৈরি করতে হয় না। প্রোডিউসারদের সবই শেষ হয়ে গেছে। তার মতে ইন্ডাস্ট্রি এখন এমন এক যাঁতাকলে পড়েছে, দর্শক কমতে কমতে ছবির বাজেটও কমে যাচ্ছে।

Rajatava Dutta

কম বাজেটের কারণেই কন্টেন্টের কোয়ালিটিতে প্রভাব পড়ছে বলে মনে করেন রজতাভ দত্ত। তিনি এও বলেছেন এখন এক একটি ছবি তৈরি হচ্ছে মাত্র তিন-চার মাসে। গল্প বলতে যেখানে দুটি ছেলে একটি মেয়েকে ভালবাসছে কিংবা হয়তো উল্টোটা। কয়েকটা সংলাপ আর কিছু ঘর বানিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এই সিনেমা দর্শকদের মন ছুঁতে পারে না। বরং ইন্ডাস্ট্রিকে আরও তলানিতে নামিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে উপায়? রজতাভর মতে বড় বাজেটের ছবিই একমাত্র পারে টলিউডকে আবার ঘুরে দাঁড় করাতে।

আরও পড়ুন : দেব, জিৎ থেকে শুভশ্রী, ফিল্ম ফেয়ার বাংলায় কে কোন পুরস্কার পেলেন?

Rajatava Dutta

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন তোমার জন্য, কনকাঞ্জলি সিরিয়ালের নায়িকা তিলোত্তমা দত্ত?

রজতাভ বলেছেন বাংলা সিনেমাকে বাঁচাতে হলে বড় বাজেটের বাণিজ্যিক ছবির দিকে নজর দিতে হবে। যেটা এখন বর্তমানে ট্রেন্ড। কিছু ছবি এখনো অবশ্য বেশি বাজেট নিয়ে তৈরি হচ্ছে, কিন্তু প্রযোজকরা নিজের ছবির প্রচার নিজেরাই করছেন কার্নিভাল করে। তবে আসল কথা তো হল দর্শকদের মতামত। টলিউডকে যদি আবার তার স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যেতে হয় তাহলে আরো একবার সিনেমা নির্মাতা এবং প্রযোজকদের সচেতন হওয়া দরকার বলে মনে করেন অভিনেতা।