আসছে নতুন সিরিয়াল! অনেক দিন পর ফের ছোটপর্দায় ফিরছেন এই জনপ্রিয় অভিনেতা

বহু সময় পর আবার সিরিয়ালে ফিরছেন রাজা গোস্বামী (Raja Goswami)। স্টার জলসাতে (Star Jalsha) আসছে লীনা গাঙ্গুলী (Leena Ganguly) নতুন সিরিয়াল। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকবেন রাজা। কবে কোন সিরিয়ালে দেখা যাবে রাজাকে?

নতুন বছরে দর্শকদের আরও একটি নতুন সিরিয়াল উপহার দিতে চলেছেন লীনা গাঙ্গুলী। এবার এক অসমবয়সী প্রেম কাহিনী নিয়ে আসছে তার নতুন সিরিয়াল চিরসখা। তাতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা ঘোষ দাস। আর তার বিপরীতে থাকবেন সুদীপ মুখোপাধ্যায়।

Raja Goswami

এছাড়াও এই ধারাবাহিকে থাকবেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, লাভলি মৈত্র, রেশমি সেন, চন্দন সেন, ঐশী ভট্টাচার্য, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেনের মত টেলিভিশন তারকারা। সেই সঙ্গে রাজা গোস্বামীও থাকবেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।4

আরও পড়ুন : ২০২৪-এ বাংলা সিরিয়ালের সেরা নায়িকাদের তালিকা

Raja Goswami

আরও পড়ুন : শুরুর আগেই বদলে গেল নায়ক! দিতিপ্রিয়ার নতুন সিরিয়ালের নায়ক কে?

কিছুদিন আগে রাজাকে রোশনাই সিরিয়ালে নেতিবাচক চরিত্রে দেখেছেন দর্শকরা। তবে নতুন সিরিয়ালে তার চরিত্রটি পজিটিভ হবে। নতুন বছরে নতুন সিরিয়ালে নতুন ভাবে ধরা দিতে চলেছেন রাজা। ইতিমধ্যেই সিরিয়ালের শুটিং শুরু হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই স্টার জলসায় শুরু হবে চিরসখার সম্প্রচার।