প্রকাশ্যে অন্তরঙ্গ চুমু খেয়ে ট্রোলড রাজ-শুভশ্রী, ‘ভালোবাসা নেই, শুধুই শো অফ’ বলছে নেটিজেনরা

লজ্জা-শরমের মাথা খেয়ে প্রকাশ্যেই ঠোঁটে ঠোঁট রাখলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। বর্ষবরণে রাতে উষ্ণ চুম্বনে ডুব দিলেন দুজনে। দেখে সোশ্যাল মিডিয়াতে শুরু হলো জোর সমালোচনা।

নতুন বছর উপলক্ষে বিশেষ মুহূর্ত কাটাতে রাজ এবং শুভশ্রী গিয়েছিলেন ফুকেতে। সেখানে সমুদ্রের ধারে আলোর রোশনাই এবং উষ্ণ চুম্বন দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন দুজনে। বিশেষ সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ধেয়ে এলো সমালোচনা।

Raj Chakraborty And Subhashree Ganguly

কেউ লিখলেন, “বাড়িতে ভালোবাসা নেই তাই বাইরে এত চুমু খাওয়ার ঢং।” আবার কেউ লিখলেন, এইসব করে বিদেশি সাজতে চাইছেন রাজ ও শুভশ্রী। তবে সমালোচনাকে একদমই পাত্তা দেননি রাজ ও শুভশ্রী। গত বছরও একইভাবে চুম্বনের মাধ্যমে ২০২৪ কে স্বাগত জানিয়েছিলেন এই তারকা জুটি।

আরও পড়ুন : টলিউডের নতুন ক্রাশ! ইধিকা পালের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

আরও পড়ুন : ভেবলি, গিন্টু থেকে পুটাই! টলিউড নায়িকাদের কার ডাক নাম কী?

উল্লেখ্য, কিছুদিন আগেই মেট্রো স্টেশনের যুগলের চুম্বনকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। পক্ষে এবং বিপক্ষে বহু মতামত এসেছিল। অভিনেত্রী মমতা শংকর এর তীব্র বিরোধিতা করেছিলেন। এমনকি প্রকাশ্যে এইভাবে চুম্বন করার প্রসঙ্গে পশুদের তুলনা টেনেছিলেন তিনি। সেই বিতর্কের মধ্যেই রাজ এবং শুভশ্রীর খোলামেলা চুম্বন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলছে নেটপাড়া।