আস্ত বাগান-পুকুরে ঘেরা ছবির মত সুন্দর, রাজ-শুভশ্রীর বাড়ির অন্দরমহল দেখলে ঘুরে যাবে মাথা

বাড়ি নয় যেন রাজপ্রাসাদ, রাজ-শুভশ্রীর হালিশহরের বাড়ির অন্দরমহল দেখলে ঘুরে যাবে মাথা

Raj Chakraborty And Subhashree Ganguly`s House In Halishahar Photo Gallery : কর্মসূত্রে এখন কলকাতাতেই বাস করেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। কলকাতারই একটি বিলাসবহুল ফ্ল্যাটে ছোট্ট ইউভানকে নিয়ে গড়ে উঠেছে তাদের সংসার। তবে হালিশহরের বুকে রয়েছে রাজের আসল পৈত্রিক ভিটে। কংক্রিটের শহর থেকে দূরে রাজের নিজের বাড়িটি যেন আস্ত এক রাজপ্রাসাদ।

বছরের বেশিরভাগ সময় কলকাতাতে থাকতে হলেও সময় সুযোগ পেলেই ছুটি নিয়ে রাজ-শুভশ্রী হালিশহরে পাড়ি দেন। এই বাড়ির সঙ্গে রাজ চক্রবর্তীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তার শৈশব থেকে যৌবনের অনেকটা সময় এখানেই কেটেছে। বাগান, পুকুরে ঘেরা অনেকটা জায়গার উপর অবস্থিত তাদের এই বাড়িটি।

RAJ SUBHASHREE HOUSE IN HALISHAHAR

রাজ এবং শুভশ্রীর কলকাতার বাড়ি অনেক বিলাসবহুল এবং আধুনিক। তার তুলনায় কোনও অংশে কম নয় হালিশহরের এই বাড়িটাও। বাড়ির বাইরেটা দেখলেই ঘুরে যায় মাথা। বাড়ির সামনে রয়েছে অনেক বড় একটি বাগান। সেখানে নানা ধরনের ফুলের গাছ লাগানো আছে। বাগান পরিচর্যায় যে কোনও ত্রুটি হয় না তা দেখলেই বোঝা যায়।

বাগানের ঠিক মাঝখানে রয়েছে একটা বেশ বড় পুকুর। পুকুরে নামার জন্য বাঁধানো ঘাট রয়েছে। রাজের এই পৈত্রিক ভিটের বাইরেটা বেশ ছিমছাম। ২০২১ সালে এই বাড়িতেই ইউভানের অন্নপ্রাশন করা হয়েছিল ঘটা করে। তখন বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এরপরেও ছেলেকে নিয়ে বেশ কয়েকবার এই বাড়িতে এসেছেন রাজ এবং শুভশ্রী।

RAJ SUBHASHREE HOUSE IN HALISHAHAR

আরও পড়ুন : ‘আদিপুরুষে’র সীতা হতে প্রচুর টাকা নিচ্ছেন, মোট কত সম্পত্তির মালিক কৃতি জানলে ঘুরে যাবে মাথা

রাজ ও শুভশ্রী এখন হালিশহরেই রয়েছেন। বাড়ির বাগানের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তিনি। তখনই দেখা যায় বাগান ভরে রয়েছে নানা ধরনের ফুলে। গাছে ধরে আছে প্রচুর আম। পুকুরের জল টলটল করছে। বাড়ির পাশে রয়েছে একটা মন্দির। ছবির মত সাজানো সুন্দর এই বাড়ির ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

RAJ SUBHASHREE HOUSE IN HALISHAHAR

আরও পড়ুন : নীলছবির পর রাজত্ব করছেন বলিউডেও, সানি লিওনের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?

রাজের শেয়ার করা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন শুভশ্রীও। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আমার বাড়ি”। রাজের বাবা এবং মা দুজনেই এখন ছেলে-বৌমা ও নাতির সঙ্গে কলকাতার ফ্ল্যাটেই থাকেন। সকলের সময় হলে একসাথে চলে আসেন হালিশহরের বাড়িতে। কিছুদিন আনন্দের সঙ্গে কাটিয়ে আবার তারা ফিরে যান কলকাতায়।