আরও সুন্দরী হতে সার্জারি, ভুল চিকিৎসায় চেহারা বদলে গেল অভিনেত্রীর

নিখুঁত সৌন্দর্য্য বিশ্বসুন্দরী কিংবা ব্রহ্মাণ্ড সুন্দরীদেরও নেই। প্রত্যেকের চেহারার মধ্যে কিছু না কিছু খামতি থেকেই যায়। তবে বলিউড সুন্দরীরা চেহারার খামতি মেনে নিতে নারাজ। চোখ, নাক, ঠোঁট, চোয়াল মনের মত না হলেই প্লাস্টিক সার্জারির (Plastic Surgery) দ্বারস্থ হচ্ছেন তারা। তীক্ষ্ণ চোয়াল, টিকালো নাক, পাউট লিপ থেকে শুরু করে স্তন এবং নিতম্বের সুডৌল গড়নের চাহিদা বলিউডে অনেক বেশি। তবে এমনটা করতে গিয়ে চেহারার মারাত্মক ক্ষতি করে ফেলেছেন বহু অভিনেত্রী।

চেহারার উপর অযথা ছুরি-কাঁচি চালাতে গিয়ে সৌন্দর্যের বদলে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে এমন অভিনেত্রীর সংখ্যা কিছু কম নেই। এদের মধ্যে একজন হলেন দক্ষিণী নায়িকা রাজিয়া উইলসন (Razia Wilson)। তিনি আরও বেশি সুন্দরী হয়ে ওঠার তাগিদে কসমেটিক চিকিৎসা পদ্ধতির দ্বারস্থ হয়েছিলেন। তবে এতে হিতে বিপরীত হয় তার। বরং তিনি আগে যতটা সুন্দরী ছিলেন, তার থেকে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে তার চেহারা।

Raiza Wilson

কসমেটিক চিকিৎসা যদি সঠিক উপায়ে সঠিক হাতে করা সম্ভব হয় তাহলে অবশ্যই তা লাভজনক হয়। বলিউডে এমন উদাহরণ অনেকি রয়েছেন যেমন অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, শ্রীদেবী, মৌনি রায় এবং আরও অনেকে। কিন্তু অনেক সময় এই চিকিৎসায় থেকে যায় কিছু ভুল-ত্রুটি। যার ফল হয় মারাত্মক। এতে চেহারার মারাত্মক ক্ষতি হতে পারে। যেমনটা হয়েছে রাজিয়ার সঙ্গে।

রাজিয়া সোশ্যাল মিডিয়াতে তার দুরবস্থার কথা তুলে ধরেছিলেন কিছুদিন আগেই। ভিডিও পোস্ট করে ডার্মাটোলজিস্ট ডঃ ভৈরবী সেন্থিলের নামে অভিযোগ করেছিলেন তিনি। তার দাবি এই ডার্মাটোলজিস্টের কাছে ফেসিয়াল ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন তিনি। তার ভুল চিকিৎসার জন্য অভিনেত্রীর চেহারাতে মারাত্মক প্রতিক্রিয়া আসে। রাজিয়া যে ছবি পোস্ট করেছিলেন সেখানে দেখা যাচ্ছে তার বাম চোখের নিচের অংশ একেবারে ফুলে গিয়েছে।

রাজিয়া ওই চিকিৎসকের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ আনেন। অভিনেত্রীর দাবি তার ইচ্ছার বিরুদ্ধে ওই চিকিৎসক এক প্রকার জোর করেই তার সঙ্গে এমনটা করেছেন। বিষয়টি জানাজানি হতেই রাজিয়ার সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছেন ওই চিকিৎসক। অভিনেত্রীর এই দুরবস্থা দেখে নেটিজেনরাও দুঃখ প্রকাশ করছেন।