Raima Sen On Marriage : রাইমা সেন (Raima Sen) -র সঙ্গে দিদিমা সুচিত্রা সেন (Suchitra Sen) -র যে প্রচুর মুখের মিল রয়েছে একথা একাধিকবার বলেছেন নেটিজেনরা। কিন্তু এই প্রসঙ্গে সেভাবে কোনওদিন কিছু বলেননি রাইমা। শুধু তিনিও তার আম্মার মত নিজের সবটা দিয়ে কাজ করে গেছেন অভিনয় জগতে। কিন্তু এখন সবার মনেই একটাই প্রশ্ন বয়স চল্লিশের কোঠায় হওয়ার সত্বেও অববিবাহিত কেন রাইমা সেন? এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি নিজে।
টলিউড (Tollywood) তো বটেই, বলিউড (Bollywood) -ও অত্যন্ত পরিচিত মুখ হলেন রাইমা সেন (Raima Sen)। সুন্দরী এই অভিনেত্রীর বয়স ৪০ পেরিয়েছে, অথচ তাকে দেখে সেকথা বোঝা দায়। বোন রিয়া সেন তেমন সাফল্য অর্জন করতে না পেলেও, রাইমা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ সফল হয়েছেন। তবে কেরিয়ারে ব্যাপক সফল হলেও অনেকেরই প্রশ্ন রাইমা বিয়েটা (Marriage) কবে করছেন?
তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী নিজে। ‘মহানায়িকা’র নাতনি এই বিষয়ে জানিয়েছেন, বিয়ে কখনই জীবনের এমন কোনও চ্যাপ্টার নয় যা তাকে পরিপূর্ণ করে। বিয়েকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করেন না তিনি। বিয়ে ছাড়া যে জীবন অসম্পূর্ণ একথা মানতে নারাজ রাইমা।
তিনি আরও জানিয়েছেন, অবিবাহিত বলে তিনি সুখে নেই এমনটা নয়। বরং তিনি কাজের মধ্যে ডুবে থাকতেই পছন্দ করেন। পাশাপাশি কোনও কাজের জন্য মা-বাবা ছাড়া আর কাউকে কৈফিয়ত দিতে হয় না তাকে। সেই জন্য এখন অথবা আগামী কয়েক বছরেও বিয়ের কোনও প্ল্যানিং নেই তার। যদিও টলিউডে গুঞ্জন প্রেমে একবার আঘাত পেয়েই নাকি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন মহানায়িকার নাতনি।
কিন্তু তাই বলে রাইমা যে কোনওদিন বিয়ে করবেন না, এমনটা নয়। রাইমা জানান, বিয়ে করার আগে তিনি সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় রয়েছেন। সঠিক মানুষ ও সঠিক সময় এলেই বিয়ে হবে। সেই সময় আসা অবধি বিয়ের কোনও তাড়াই অনুভব করেন না অভিনেত্রী। যদি কারও প্রতি তার অটুট ভালোবাসা তৈরি হয়, তাহলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন।
আরো পড়ুন : বিয়ের আগেই গর্ভবতী থেকে MMS ফাঁস! বারবার পরিবারের মুখে চুনকালি দিয়েছেন ‘মহানায়িকা’র নাতনি
রাইমা আরও বলেন যে বিয়ে তার কাছে সামাজিক নিয়ম নয়, তিনি মনের কথাই শুনবেন। সমাজের কথা ভেবে বা সমাজের চাপে অনেকেই বিয়ের সিদ্ধান্ত নেন। অনেকেই ভাবে বিয়ে না করলে হয়তো সে সমাজে তার সম্মান হারাবে। রাইমার মতে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন তার জীবন সম্পর্কে অন্য লোকের মতামতের বিশেষ গুরুত্ব নেই। প্রত্যেকের অধিকার আছে এই সিদ্ধান্ত নেওয়ার যে সে বিয়ে করবে কি না।
আরো পড়ুন : কেন অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন? আসল রহস্য ফাঁস করেন মেয়ে মুনমুন