শুরুর আগেই নায়ক বদল! রাহুল মজুমদার (Rahul Majumder) নন, জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল ‘তোমাকে ভালোবেসে’তে (Tomakey Bhalobese) কে হবেন দিতিপ্রিয়া রায়ের নায়ক? কেনই বা বাদ পড়লেন রাহুল? এলো বড় আপডেট।
করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের পর জি বাংলার হাত ধরে আবার সিরিয়ালের পর্দায় ফিরবেন দিতিপ্রিয়া। যেখানে হরগৌরী পাইস হোটেল খ্যাত অভিনেতা রাহুল মজুমদারকে শুরুতে নেওয়ার কথা হয়েছিল। রাহুলের লুক সেট পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সিরিয়াল ছেড়ে সরে দাঁড়ালেন রাহুল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন নিতান্ত বাধ্য হয়েই তাকে সিরিয়াল থেকে সরে দাঁড়াতে হয়েছে। আসলে শুটিং শুরু হতে অনেকটা দেরি হচ্ছিল। এর মধ্যেই আবার রাহুলের সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হবে। আর সেই সঙ্গে মেয়ে আইরাকেও সময় দিতে হবে তাকে। রাহুলের সারাদিন এখন মেয়ের সঙ্গেই কাটে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন চলে ক্রিকেটের প্র্যাকটিস।
আরও পড়ুন : রাতারাতি বদলে গেল জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকার মুখ! গল্পে আসছে দারুণ টুইস্ট
আরও পড়ুন : ২০২৪-এ বাংলা সিরিয়ালের সেরা নায়িকাদের তালিকা
আপাতত দিতিপ্রিয়ার নতুন নায়ক স্থির হয়নি। রাহুলের বদলে আরও অনেক নায়কের সঙ্গে কথা হয়েছে নির্মাতাদের। নায়কের খোঁজ চলছে জোর কদমে। খুব শীঘ্রই নতুন নায়ককে নিয়ে শুরু হবে ‘তোমাকে ভালোবেসে’ সিরিয়ালের শুটিং। আপাতত সিরিয়ালের যে প্রোমো প্রকাশ্যে এসেছে তাতে দিতিপ্রিয়াকে দেখা গেলেও তার নায়ককে দেখানো হয়নি। এমন একটা সিরিয়ালের সুযোগ পেয়েও হাতছাড়া করে আফসোস করছেন রাহুলও। তার মতে এই সিরিয়ালের স্টোরি লাইন দুর্দান্ত। নতুন বছরে জি বাংলার থেকে বেশ বড় চমক পেতে চলেছেন দর্শকরা।