সদ্য মা-বাবা হয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদার। ৫ মাস আগেই তাদের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। মেয়েকে নিয়েই এখন দিন কাটছে দুজনের। এমনকি মেয়ের জন্য আপাতত সিরিয়াল করাও বন্ধ রেখেছেন দুজনে। রাহুল ও প্রীতির ছোট্ট সেই মেয়ে এখন সোশ্যাল মিডিয়ার নয়নের মণি। সম্প্রতি তার একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ৫ মাসের খুদের এমন অসাধারণ নাচ দেখে নেট নাগরিকরা রীতিমতো মুগ্ধ।
রাহুল ও প্রীতির একমাত্র মেয়ের নাম আইরা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মেয়ের দুষ্টু-মিষ্টি নানা মুহূর্ত তুলে ধরেন রাহুল এবং প্রীতি। এতোটুকু বয়সেই তার এক্সপ্রেশন দেখলে তাক লেগে যায়। সরস্বতী পূজা উপলক্ষে দিদুনের দেওয়া ঘাগরার ওড়না পরে মায়ের কোলে বসে ট্রেন্ডিং ‘উই আম্মা’ গানে নেচে দেখালো সে। ক্যামেরার দিকে তাকিয়ে হাত পা ছুঁড়ে গানের তালে তালে তাকে নাচতে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।
এতোটুকু বয়সেই ক্যামেরার সামনে আইরার এমন সুন্দর পারফরম্যান্স দেখে নেট নাগরিকরা মনে করছেন এই মেয়ে আর একটু বড় হলেই বাবা-মার পথেই চলবে। অর্থাৎ আগামীদিনে নাচ এবং অভিনয়ই হবে তার ভবিতব্য। প্রীতিও জানিয়েছেন ছোট্ট আইরা এখন থেকেই নাচ খুব পছন্দ করে। এখন থেকেই ফোনে ভিডিও করা তার দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে।
আরও পড়ুন : রহমান কোনও মহান গায়ক নন! অরিজিতের পর এবার সোনুর নিশানায় এ আর রহমান
প্রীতির কথায় ফোনে ভিডিও করতে আইরা খুব মজা পায়। চুপচাপ থাকতে এসে একদমই পছন্দ করে না। সবসময় লাফালাফি করলেই নাকি সে ভালো থাকে। যখন এই নাচের ভিডিওটি করা হচ্ছিল তখন আইরার শরীর বেশ খারাপ ছিল। কিন্তু তারপরেও ভিডিওটি করতে তার কোনও ক্লান্তি ছিল না। এসব করলেই নাকি তার মনটা ভালো থাকে। দেখুন ছোট্ট আইরার নাচের সেই ভাইরাল ভিডিও।
View this post on Instagram