প্রকাশ্যে ‘আবার প্রলয়’ (Abar Proloi) -র ট্রেলার। রাজ শুভশ্রীর যেন ড্রিম প্রজেক্ট। এই ছবির মাধ্যমেই শুভশ্রীর হাতে খড়ি হচ্ছে প্রযোজক হিসেবে। সেখানে প্রত্যেকটি জিনিসই প্রশংসিত হয়েছে কেবলমাত্র ধর্মগুরুর ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী (Writtick Chakraborty) -র লুক ছাড়া। অনেকেই বলতে শুরু করেছেন যে, ‘স্যাক্রেড গেমস ২’-তে পঙ্কজ ত্রিপাঠীর লুক হুবহু নকল করা হয়েছে এখানে।আর এই নিয়ে তুখোড় খোঁচা দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) -র।
রাজ চক্রবর্তী (Raj Chakraborty) –র হাত ধরেই বড়পর্দায় অভিষেক রাহুল ব্যানার্জীর। রাজ পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ছবির হাত ধরে রূপোলি পর্দায় সফর শুরু হয় অভিনেতার। কিন্তু যেই পরিচালকের হাত ধরে সিনেমা জগতে আসা সেই পরিচালককেই ‘কপি পেস্ট’ পরিচালক বলে আক্রমণ করলেন কেনো রাহুল। সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’। প্রথম ছবিটি হিট হওয়ার পর সিক্যুয়েল নিয়েও আগ্রহ বাড়ছে দর্শকদের। কিন্তু ছবির ঘোষণা করতে না করতেই শুরু হয়ে গিয়েছে সমালোচনাও। ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুক নিয়ে নাম না করে কটাক্ষ শানিয়েছেন রাহুল।
রাহুল রাজ চক্রবর্ত্তীর নাম না করে লিখেছিলেন, ‘যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা’। ওই পোস্টে কারোর নাম না নিলেও রাহুল যে রেখেঢেকে বলার মানুষ নন সেটা তিনি স্পষ্ট করে দিলেন সাম্প্রতিক সাক্ষাৎকারে।
এদিন রাহুল বলেন,’আমি ইঙ্গিত করিনি, আমি রাজকে উদ্দেশে করেই বলেছি। লোকে বলছে আমি যার সঙ্গে শুরু করেছি তাকে নিয়ে এ-সব কেন বললাম। সবার প্রথম কথা, যদি শুরু করেও থাকি, তাহলেও যেটা কপি সেটা তো কপিই।’ রাহুল রাজের মধ্যে যে বিশেষ বনিবনা নেই তা অনেকেই জানেন। কেরিয়ারের শুরুতেই পরিচালকের দিক থেকে অনভিপ্রেত ধাক্কা খেয়েছিলেন অভিনেতা, যা আজও ভুলতে পারেননি তিনি।
এ প্রসঙ্গে রাহুল জানিয়েছেন, “একদমই ঠিক যে রাজের সঙ্গে আমি কাজ শুরু করেছিলাম। যেটা মুক্তি পেয়েছিল ২০০৮ সালের ১৫ অগাস্ট। কিন্তু এরপর রাজ্যের এক বহুল প্রচলিত সংবাদপত্রে আমায় নিয়ে খুবই খারাপ কথা বলে রাজ। ও বলে রাহুলের মতো খারাপ মানুষ হয় না। ওকে যে সুযোগ দিয়েছি তার জন্য আমি লজ্জিত। ওর মতো বাজে ছেলে আমি দেখিনি। আমার বাবা তখনও বেঁচে। আমার একটা পরিবার রয়েছে। বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন রয়েছে। সকলেই সেদিন ওই সাক্ষাৎকারটা পরেছিল।”
আরও পড়ুন : স্ত্রীর জীবনে একাধিক প্রেমিক, আজও নিঃসঙ্গ শ্রাবন্তীর প্রথম স্বামী, জানেন এখন কোথায় আছেন রাজিব?
অভিনেতার বাবা তখনো জীবিত ছিলেন। রাজের ওই সাক্ষাৎকার, মন্তব্য তার পরিবারে ঝড় বইয়ে দিয়েছিল। রাহুল বলেন, তিনি তখন সবেমাত্র কেরিয়ার শুরু করেছেন। সে সময়ে প্রিয়াঙ্কা, তার বাবা, মা যদি তার পাশে না থাকত তাহলে হয়তো টলিউডও সুশান্ত সিং রাজপুতের মতো একটা ঘটনার সাক্ষী থাকত।
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী, পাত্র কে? সোশ্যাল মিডিয়াতে বড় ঘোষণা অভিনেত্রীর