ডিভোর্সের পর নতুন সম্পর্কের সূচনা, বিচ্ছেদ ভুলে দারুন সিদ্ধান্ত নিলেন রাহুল-প্রিয়াঙ্কা

ডিভোর্সের পর নতুন সম্পর্কের শুরু, ছেলে সহজের জন্যই দারুণ সিদ্ধান্ত নিলেন রাহুল-প্রিয়াঙ্কা

Rahul Arunodoy Banerjee And Priyanka Sarkar Celebrates Priyanka`s Birth Day With Their Son Sohoj

টলিউডের (Tollywood) অত্যন্ত জনপ্রিয় জুটি ছিলেন রাহুল (Rahul Arunodoy Banerjee) এবং প্রিয়াঙ্কা (Priyanka Sarkar)। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার সুবাদে টলিউড পেয়েছিল আনকোরা এক নতুন জুটি। বড় পর্দার পাশাপাশি বাস্তবেও এক হয়ে গিয়েছিল রাহুল অরুণোদয় ব্যানার্জী এবং প্রিয়াঙ্কা সরকারের জুটিটা। বিয়েও করেছিলেন তারা। তবে ছেলে সহজের জন্মের পর দুজনের পথ আলাদা হয়ে যায়।

কী কারণে দুজনের সম্পর্ক ভেঙ্গেছিল সেই নিয়ে টলিউডের অন্দরে অনেক গুঞ্জন রয়েছে। তবে পুরনো দিনের স্মৃতি আঁকড়ে বসে না থেকে ছেলে সহজকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই। তাদের ছেলে মা-বাবা দুজনের কাছেই থাকে। ছেলের জন্যই মাঝে মাঝে রাহুল-প্রিয়াঙ্কার কাছাকাছি আসার খবর শোনা যায়।

এই যেমন ৩১শে ডিসেম্বর ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। প্রাক্তন স্ত্রীয়ের জন্মদিনে দেখা মিলেছে রাহুলের। শহরের অভিজত হোটেল ‘মানবজমিন’-এ প্রিয়াঙ্কার জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে তাদের তিনজনকে একত্রে দেখা গিয়েছে। মা-বাবার হাত ধরে দুজনের মাঝে দাঁড়িয়ে ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দিয়েছে সহজ।

রাহুল ও প্রিয়াঙ্কার মাঝে আইনি বিচ্ছেদ নাকি এখনও হয়নি। তবে দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন দুজনে। দুজনের মাঝের সূত্রধর বলতে সহজকেই বোঝায়। ছেলের জন্যই পুরনো তিক্ততা ভুলে স্বাভাবিক একটি সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন তারা। কিছুদিন আগেই তিনজনে একসঙ্গে ঘুরতেও বেরিয়েছিলেন। হুডখোলা জিপে চড়ে মা-বাবার সঙ্গে বেড়ানোর আনন্দ উপভোগ করছিল সহজ।

তার আগে কালীপুজোর সময়ও প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিলেন রাহুল। তখনও একসঙ্গে তিনজনকে একই ফ্রেমে পাওয়া গিয়েছিল। রাহুল-প্রিয়াঙ্কার ভক্তরা আজও চান পুরনো সমস্ত তিক্ততা ভুলে তাদের প্রিয় এই তারকা জুটি যদি আবারও একসঙ্গে নতুন জীবনের সূচনা করেন। তেমনটা দীর্ঘদিন ধরেই চাইছেন তারা। যদিও রাহুলের সঙ্গে রূকমা রায়ের সম্পর্ক নিয়ে দারুণ গুঞ্জন রয়েছে টলিপাড়ায়।

এর আগে রাহুলের সহ অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। বাস্তবে যদিও তাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। তাই ক্রমে সেই গুঞ্জন তিস্মিত হয়ে আসে। এখন রাহুলের সহকর্মী রূকমার সঙ্গেও তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। দেশের মাটি, লালকুঠি, একসঙ্গে দু-দুটি সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন এই জনপ্রিয় জুটি। সত্যিই কি তাদের মধ্যে গভীর সম্পর্ক দানা বাঁধছে? উত্তর ক্রমশ প্রকাশ্য।