মহাকুম্ভে নীল সালোয়ারে দ্যুতি ছড়ালেন রাধিকা! আম্বানি বৌমার এই পোশাকের দাম কত?

সম্প্রতি সপরিবারে প্রয়াগরাজের কুম্ভ স্নান সেরে এলেন মুকেশ আম্বানি। মা কোকিলাবেন, দুই ছেলে এবং পুত্রবধূদের নিয়ে পুণ্যস্নান করতে দেখা গেল মুকেশ আম্বানিকে। তাদের সবার মধ্য থেকে নজর কাড়লেন মুকেশ আম্বানির ছোট বৌমা রাধিকা মার্চেন্ট। নীল রঙের সালোয়ার কামিজ পরে মহাকুম্ভ স্নান করলেন রাধিকা। সবার নজর ছিল তার দিকেই। রাধিকার সেই সালোয়ার কামিজের দাম শুনলে আপনি চমকে যাবেন।

মহাকুম্ভে আম্বানি পরিবার

মহাকুম্ভে সকলেই গেরুয়া, লাল কিংবা হলুদ রঙের পোশাক পরছেন। ব্যতিক্রম রাধিকা মার্চেন্ট। স্নানের জন্য তিনি বেছে নিয়েছেন গাঢ় নীল ও সবুজের মিশেলের সালোয়ার। তার উপর রয়েছে রুপোলি সুতোর ভারী কাজের নকশা। ঢিলেঢালা সালোয়ারের সঙ্গে ওড়নাটাও খুবই ক্যাজুয়ালভাবে নিয়েছিলেন রাধিকা। তবে এর দাম যে নেহাত খুব কম হবে না তা দেখেই আন্দাজ করে ফেলেছিলেন নাগরিকরা। রাধিকার এই নীল রংয়ের সালোয়ারের দাম কত জানেন? কে বানিয়েছেন এমন সুন্দর সালোয়ার?

 Radhika Merchant

রাধিকার নীল সালোয়ার কামিজের দাম কত?

ফ্যাশন ডিজাইনার জয়ন্তী রেড্ডির নকশা করা এই সালোয়ারের দাম ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। সিল্কের উপর রুপোর জরির ঠাসা জারদৌসির কাজ, ওড়নার পাড়েও ঢেউ খেলানোর রুপোলি জরির নকশা চোখে পড়বে। জয়ন্তী রেড্ডির ওয়েবসাইটে দাম সহ এই পোশাকের ছবি দেওয়া আছে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে রাধিকার কুম্ভ স্পেশাল পোশাকের এই ছবি। আম্বানির ছোট বৌমা তিনি, তাই পোশাকের দাম লাখ টাকার কমে হবে না সেটাই তো স্বাভাবিক। কুম্ভ স্নানের স্পেশাল পোশাক বাছাইয়ে রাধিকার পছন্দের তারিফ করছেন নেট নাগরিকরা।

আরও পড়ুন : কত টাকার মালিক মুকেশ আম্বানির ছোট বউমা Radhika Merchant

 Radhika Merchant

আরও পড়ুন : এক রাতের ভাড়া ১৯ লাখ টাকা! হানিমুনে কোথায় গেছে অনন্ত-রাধিকা?

রাধিকা মার্চেন্টের ফ্যাশন সেন্স

অনন্ত আম্বানিকে বিয়ের আগে থেকেই খবরে রয়েছেন রাধিকা। তিনি যেমন সুন্দরী তেমনই দুর্দান্ত তার ফ্যাশন সেন্স‌। সেই বিয়ের সময় থেকেই রাধিকার পোশাক সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয়বস্তু হয়েছে। রাধিকা খুবই স্টাইলিস্ট। শাড়ি, লেহেঙ্গা কিংবা ওয়েস্টার্ন, যেমন পোশাকই তিনি পরুন না কেন, খুব সুন্দর মানিয়ে যায় তাকে। এ ব্যাপারে তিনি একেবারে তার শাশুড়ি মা নীতা আম্বানির যোগ্য বৌমা বলা যেতেই পারে।