“মুখ্যমন্ত্রীর উচিত আপনাকে মিউজিয়ামে রাখা!” ভুলভাল মন্তব্য করে ট্রোলের মুখে রচনা ব্যানার্জী

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) এবং ট্রোলিং যেন এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রচনা যেদিন থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছেন, প্রতিনিয়ত তার মন্তব্য নতুন নতুন ট্রোল এবং মিমের বিষয়বস্তু হয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে নাজেহাল দক্ষিণবঙ্গ। ডিভিসি থেকে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এখন জলের তলায়। এর মধ্যে হুগলিও আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। রচনার গলাতেও শোনা গেল মুখ্যমন্ত্রীর সুর। তবে তার মন্তব্য নিয়ে নেট পাড়ায় শুরু হয়েছে হাসাহাসি।

মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন, ডিভিসি থেকে কয়েক লক্ষ্য কিউসেক জল ছাড়া হয়েছে। রচনা নিজের মত বলতে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে বলেন, “কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়িঘর কিছু নেই। সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর ডিভিসি বলছে জানিয়ে পাঠিয়েছে।” রচনা করেছেন সত্যিটা কি সেটা তার জানা নেই। তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। কিন্তু রচনা তার বলার মধ্যে কিউসেকের সঙ্গে কুইন্টাল গুলিয়ে ফেলেছেন। আর এতে তাকে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি।

Rachna Banerjee

রচনাকে বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ ভাউ পাল্টা উত্তর দিয়েছেন, “মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছেন, কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল কুইন্টালে কবে থেকে মাপা শুরু হল? ওর ন্যূনতম জ্ঞান নেই। তাই ভুলভাল বকছেন। কপালে দুঃখ রয়েছে সাধারণ মানুষের।”

এর আগেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে নেমে কখনও হুগলির রাস্তা জুড়ে কলখানার ধোঁয়াই ধোঁয়া দেখে সমালোচিত হন বাংলার দিদি নাম্বার ওয়ান। কখনও দই খাওয়া নিয়ে, কখনও বা উদ্ভট হাসি হেসেও বারবার মিমের পাত্রী হয়েছেন তিনি। যে কারণে প্রশাসনিক নির্দেশে মাঝে কিছুদিন ওপেন ফোরামে মন্তব্য করা থেকেও বিরত ছিলেন রচনা। আর জি করের ঘটনা প্রসঙ্গেও কাঁদো কাঁদো মুখে নিজের মনের কথা জানাতে গিয়ে সমালোচিত হতে হয়েছিল তাকে। মেকআপ করে ভিডিও করার জন্য সেখানেও টোল্ড হন রচনা।

আরও পড়ুন : কয়েক বছর এগলো গল্প! ‘অনুরাগের ছোঁয়া’র নতুন কাহিনীতে দারুণ টুইস্ট

Rachna Banerjee

আরও পড়ুন : তলানিতে TRP! ৭ মাসেই বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় মেগা সিরিয়াল

এদিকে বিগত কয়েক দিনে দক্ষিণবঙ্গে বন্যার ভয়াবহতা বেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ শে সেপ্টেম্বর জানিয়েছেন ইতিমধ্যেই বন্যার কারণে ২৮ জনের মৃত্যু হয়েছে বাংলায়। এর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশনের নিয়ন্ত্রণহীন জল ছাড়াকেই দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।