গুরুতর অসুস্থ রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। অসুস্থতার কারণে জি বাংলা ‘দিদি নাম্বার ওয়ান’ এর সঞ্চালিকাকে বাতিল করতে হল সব অনুষ্ঠান। কী হয়েছে তার? কোন অসুখ বাসা বেঁধেছে রচনার শরীরে? তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীর অসুস্থতার খবরে ভীষণ উদ্বিগ্ন ও তার অনুরাগীরা।
রচনা ব্যানার্জী এখন শুধু আর বিনোদন দুনিয়ার মানুষ নন। তার নামের পাশে তৃণমূলের সাংসদ তকমাও জুড়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রচনা তৃণমূলের তরফ থেকে লড়াই করে ছিনিয়ে নিয়েছেন আসন। এখন রচনা লোকসভার একজন সদস্যা। রাজনীতি এবং সঞ্চালনা, দুটোই সমানতালে সামলাচ্ছেন রচনা। ঠিক তারই মাঝে এল উদ্বেগের খবর।
সম্প্রতি পেটের সমস্যা দেখা দিয়েছে রচনা ব্যানার্জীর। ব্লাড প্রেসার অনেকটাই কমে গিয়েছিল তার। অসুস্থতার জন্য পরপর দুদিন সমস্ত অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল তাকে। তবে এখন অবশ্য অতটা চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন রচনা। আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ এখন। তবে এখন তাকে পুরোপুরি রেস্টে থাকতে হবে।
আসলে পুজোর সময়টা দারুণ ব্যস্ততার মধ্যে কেটেছিল রচনার। পুজোর আগে তারকাদের ব্যস্ততা থাকেই। বিভিন্ন পুজার উদ্বোধন এবং অনুষ্ঠানে অংশ নিতে হয়। তাই এই সময় অসুস্থতাও দেখা দেয়। কালীপুজোর আগেই রচনা অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। তাই কালীপুজোর সমস্ত অনুষ্ঠান তাকে বাতিল করতে হয়েছে। তবে দুর্গাপুজোর সময় কিন্তু তাকে নিজের এলাকা হুগলি এবং কলকাতার বিভিন্ন পুজোতে উদ্বোধন করতে দেখা গিয়েছিল। বিজয়ার দিন নিজের আবাসন আরবানাতে সিঁদুর খেলতেও দেখা গিয়েছিল রচনাকে।
আরও পড়ুন : প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে! সুদীপ মুখার্জির প্রথম স্ত্রী কে ছিলেন?
আরও পড়ুন : ৪ বছর পর সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় নায়িকা! আসছে নতুন সিরিয়াল
কিন্তু কালীপুজোর আগে হঠাৎ করেই তার অসুস্থতা বেড়ে যায়। তবে খুশির খবর একটাই, রচনা এখন আগে তুলনায় ভাল আছেন। সুস্থ আছেন। অনুরাগীরাও তার অসুস্থতার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করছেন।