‘এটাই আমার কাল হল…’, প্রকাশ্যেই কপাল চাপড়ে দুঃখ প্রকাশ করলেন রচনা

Tollywood News : বাংলার দর্শকদের কাছে দিদি নাম্বার ওয়ান (Didi Number One) মানেই রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। জি বাংলা (Zee Bangla) -র এই রিয়েলিটি শো যেমন প্রত্যেকদিন হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা যোগায় ঠিক তেমনই দর্শকদের বিনোদনও যোগায়। প্রথমে সিনেমা আর বর্তমানে টিভি শোয়ের সঞ্চালনা, রচনা ব্যানার্জী যখন যে কাজে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। তবে এটা করতে গিয়েই তিনি নাকি সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের সেলিব্রিটি স্পেশাল এপিসোডে টিভি সিরিয়ালের অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন পুষ্পিতা মুখার্জি, সোনালী চৌধুরী, ঋ। অভিনেত্রী ঋ মনে করেন রচনা ব্যানার্জী নিজেকে যে জায়গাতে নিয়ে গিয়েছেন তাতে নাকি তাকে অন্যরা বাড়িতে আমন্ত্রণ জানাতেও ভয় পান। আর তাতেই কপাল চাপড়ে দুঃখ প্রকাশ করলেন রচনা।

DIDI NUMBER ONE

বাংলা এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা ছিলেন রচনা ব্যানার্জী। এখন তিনি অভিনয় ছেড়ে মন দিয়েছেন সঞ্চালনার কাজে। সেই সঙ্গে তিনি একজন পাকা ব্যবসায়ী। শাড়ির ব্যবসা করার পাশাপাশি প্রসাধনের দিকেও তিনি নিজের ব্যবসা বাড়িয়েছেন। বর্তমানে কলকাতার সব থেকে দামি জায়গা আরবানাতে তার বাস। তার বিলাসবহুল জীবনযাপন চমকে দেবে।

যেহেতু শহরের সবথেকে দামি সোসাইটিতে তার বাস, তাই নাকি তিনি টলিউড থেকে আমন্ত্রণ পান না। বাংলা সিরিয়ালের অভিনেত্রী ঋ এই কথাটি ফাঁস করে দিলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। রচনা তাকে প্রশ্ন করেছিলেন, “তোর বাড়িতে যে তুই আমাকে ডাকবি বলেছিলি, কী হল?” উত্তরে ঋ বলেন, “তুমি এমন জায়গা থেকে বিলং করো যে আমি তোমায় ডাকব এটা ভাবতেই পারি না।”

RACHANA BANERJEE

রচনা এই উত্তর শুনে থ হয়ে যান। এরপর তিনি জানতে চান, “কোথা থেকে বিলং করি বল তো?” ঋ বলেন, “এই যে আরবানাতে থাকো, এত বড় পেন্টহাউস তোমার।” এই কথা শুনে মাথায় হাত পড়ে রচনার। তিনি বলেন, “এটাই আমার কাল হয়েছে। আর হ্যাঁ দেব থাকে পেন্ট হাউসে আমি না।” উল্লেখ্য, রচনা দেবেরই প্রতিবেশী। টলিউডের বড় বড় তারকারা সকলেই আরবানাতে একে অপরের আশেপাশে থাকেন।

আরও পড়ুন : আর নয় বাংলা সিরিয়াল, ‘বাহুবলী’ তারকার সঙ্গে সিনেমায় নামছেন স্টার জলসার এই অভিনেত্রী

URBANA COMPLEX

আরও পড়ুন : বিদ্যুৎ বিলেই আস্ত ফ্ল্যাট কেনা যাবে! চমকে দেবে শাহরুখের বাড়ির ইলেকট্রিক বিল

আরবানাতে শ্রাবন্তী চ্যাটার্জী, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী, দেব, রচনা ব্যানার্জীদের আবাসনগুলি একে অপরের আশেপাশে রয়েছে। আসলে তারা সকলেই একে অপরের প্রতিবেশী। এখানে 2BHK থেকে 3BHK এবং ডুপ্লেক্স ফ্ল্যাট পাওয়া যায়। এই বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটের দাম ন্যূনতম আড়াই থেকে তিন কোটি টাকা হয়ে থাকে।