২০১০ সালের জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছিল দিদি নাম্বার ওয়ানের (Didi Number One) পথ চলা। প্রথম বছর অবশ্য রচনা ব্যানার্জী (Rachana Banerjee) সঞ্চালনার দায়িত্বে ছিলেন না। কিন্তু দ্বিতীয় সিজনে তিনি আসতেই শোয়ের টিআরপি হু হু করে বাড়তে থাকে। মাঝে একবার তিনি বিরতি নিয়েছিলেন। কিন্তু তারপর তাকে আবার ফিরিয়ে আনা হয়। তবে জানেন কি সিনেমা ছেড়ে কেন টিভি শোয়ের সঞ্চালিকা হতে রাজি হয়েছিলেন রচনা ব্যানার্জী?
টলিউড এবং ওড়িয়া ইন্ডাস্ট্রিতে একসময় সেরা নায়িকাদের দৌড়ে শামিল ছিলেন রচনা ব্যানার্জী। যখন তিনি সিনেমা ছেড়ে টিভি শোয়ের সঞ্চালিকা হিসেবে নতুন ইনিংস শুরু করেন তখনও তার সামনে ছিল সিনেমার হাতছানি। তা সত্ত্বেও তিনি সবকিছু ছেড়ে দিদি নাম্বার ওয়ানকেই কেন বেছে নেন? সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩ এর অনুষ্ঠানে তিনি দিলেন জবাব।
স্টেজে উঠে সঞ্চালিকা ডান্স বাংলা ডান্সের শুভশ্রী গাঙ্গুলী এবং অঙ্কুশ হাজরাকে উদ্দেশ্য করে রচনা বলেন, ‘‘এখন তোমরা যে কাজটা করছ ২০১০ সালে সেটা আমি আর যিশু শুরু করি। মিঠুনদা ছিলেন এমজি, মহাগুরু। খুব মজা করে ছটা মাস নাচটাচ দেখে আনন্দ করে কাটিয়ে দিলাম। এবার টিভিকে বাই বাই। ছবিতে ব্যাক। কিন্তু এইবারই শুরু হল আমাদের আসল জার্নিটা।”
রচনা বলেন এরপর বিখ্যাত পরিচালক অভিজিৎ সেন এবং নবনীতা তার কাছে এলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেন। তাকে আবার সঞ্চালনায় ফিরে আসার জন্য জোরাজুরি করতে থাকেন তারা। সেদিন তাদের কথা শুনেছিলেন রচনা। তার জন্য অবশ্য তিনি সারা জীবন পরিচালক অভিজিৎ সেনের প্রতি কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে জি এর গোটা টিমকেও তিনি ধন্যবাদ দিয়েছেন।
দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসেবে রচনা ব্যানার্জীর আলাদা একটি ইমেজ তৈরি হয় ইন্ডাস্ট্রিতে। তিনি এই নতুন জীবনটাকে উপভোগ করছেন এখন। তার জন্য তিনি জি বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। প্রথমে অবশ্য তার মনেও টিভিতে আসা নিয়ে দ্বিধা ছিল। কিন্তু দিদি নাম্বার ওয়ান তাকে যে স্বীকৃতি দিয়েছে সেটা তিনি কখনও আগে পাননি।
দিদি নাম্বার ওয়ানের প্রথম সিজনের সঞ্চালিকা ছিলেন পুষ্পিতা মুখার্জী। পারিবারিক সমস্যার কারণে তিনি সঞ্চালনা ছেড়ে দেন। রচনা ব্যানার্জী আসার পর তিনি ছেড়ে দিলে কয়েকটি সিজনে জুন মালিয়া এবং দেবশ্রী রায়কে দেখা গেলেও তারা জনপ্রিয়তায় সেভাবে রচনার ধারে কাছেও পৌঁছাতে পারেনি।
View this post on Instagram