গানেও ‘দিদি নাম্বার ওয়ান’, রচনা ব্যানার্জী গলায় গান শুনে মুগ্ধ নেটপাড়া

যে কোনো বড় বড় অভিনেতা অভিনেত্রীরাই একসময় মাচা শো করেছেন। এখন এই মাচা অনুষ্ঠানের বাড়বাড়ন্ত না থাকলেও একসময় যে কোন উৎসবে এই অনুষ্ঠানের প্রতি ছিল একটি বাড়তি আকর্ষণ। বিশ্বকর্মা পূজা থেকেই শুরু হয়ে যেত এই মাচা শোয়ের অগ্রিম বুকিং। গায়িকা থেকে নায়িকা প্রত্যেকেই মানুষের কাছে পরিচিতি পেতেন এই অনুষ্ঠান গুলির মাধ্যমে। জোজো থেকে শুরু করে কুমার শানু, প্রায় প্রত্যেক সংগীত শিল্পীদের মধ্যে একসময় প্রতিযোগিতা লেগে যেত এই মাচা শো করা নিয়ে।

RACHANA BANERJEE

সম্প্রতি তেমনই একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হলে ফেসবুকে যেখানে দেখা যাচ্ছে, রচনা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার মানুষের সামনে লাইভ পারফরম্যান্স করছেন। রচনা বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র একজন নামী অভিনেত্রী তা নয়, তিনি যে একজন অসাধারণ পারফর্মার তা এই ভিডিও দেখে আরো একবার প্রমাণিত হয়ে গেল। ভিডিওতে রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ঝুম ঝুম ঝুম বাবা গানটি।

বাপ্পি লাহিড়ীর কম্পোজিশনে এই গানটি আজও মানুষের কাছে ভীষণ পছন্দের একটি গান। এই অসামান্য গানটিতেই গলা মেলাতে শোনা গেল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনা গানের তালে তালে নাচ করলেন সেখানে উপস্থিত থাকা কয়েক হাজার দর্শক। শুরু দর্শকরা নয় ফেসবুকে যারা এই গানটি শুনেছেন তারাও কিন্তু অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন সফল মানুষ হতে গেলে বারবার যে নিজেকে ভেঙ্গে চুরে আবার গড়ে নিতে হয় তা আমাদের শিখিয়েছেন রচনা।

RACHANA BANERJEE

তবে হাজার হাজার প্রশংসার মধ্যে কিছু বিদ্রুপের ছবিও আমরা দেখতে পেলাম। কিছু কিছু মানুষ যেমন রচনার গানটিকে একেবারেই ভালো চোখে দেখেনি কেমন অন্যদিকে কিছু কিছু মানুষ বলেছেন আপনারা যদি অভিনয় করার পাশাপাশি গানটিও গান তাহলে সঙ্গীতশিল্পীরা কোথায় যাবে? রূপঙ্কর এখন গান গাওয়ার পাশাপাশি অভিনয় করছেন আবার অন্যদিকে আপনি অভিনয় করার পাশাপাশি গান করছেন, এতে অন্য প্রফেশনের মানুষের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কি আপনারা বুঝতে পারছেন?

আরও পড়ুন : সমকামী জেনে তাড়িয়ে দেন বাবা-মা! সিনেমার থেকে কম নয় Laughtersane-এর জীবন

RACHANA BANERJEE

আরও পড়ুন : কোটিপতির বউ হতে বুড়োকে বিয়ে! জুহি চাওলার স্বামী আসলে কে? রইলো তার আসল পরিচয়

প্রসঙ্গত, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনার গাড়িতে গভারমেন্ট অফ ইন্ডিয়ার স্টিকার দেখে রচনা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। বিতর্ক এড়াতে সঙ্গে সঙ্গে স্টিকার খুলে দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান রচনা। যদিও এই গাড়িটি কার সেই বিষয় নিয়ে এখনো কোনো কথা জানা যায়নি।