রচনার মত সুন্দরী হতে চান? নিজে হাতে বানানো ফেসপ্যাক, ক্রিম বাজারে আনলেন রচনা ব্যানার্জী

Rachana Banerjee Launched Her Beauty Brand Rachana`s Care : বিগত ১০ বছর ধরে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের দিদি নাম্বার ওয়ান (Didi Number One) শোয়ের জনপ্রিয়তা ধরে রাখা মুখের কথা নয়। সঞ্চালিকা হিসেবে নিজের দায়-দায়িত্ব যথাযথ পালন করেছেন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। দিনভর শুটিংয়ের ব্যস্ততা, তার উপর আবার সংসার এবং সন্তানের দেখাশোনা। অন্য কেউ হলে এখানেই থেমে যেতেন। কিন্তু রচনা ব্যানার্জী প্রকৃত অর্থে নিজেই হলেন ‘দিদি নাম্বার ওয়ান’, তা প্রমাণ হয়ে যাচ্ছে বারবার।

দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা সামলেও রচনা শাড়ির ব্যবসা খুলেছিলেন। দেশে-বিদেশে রচনার কালেকশনের শাড়ির বেশ চাহিদা রয়েছে। তার এই শাড়ির ব্যবসা চলছে রমরমিয়ে। তবে এত কিছুর মধ্যেও ভক্তরা বরাবর জানতে চান রচনার বিউটি সিক্রেট (Rachana Banerjee`s Beauty Secrets)। মুখে রচনা এমনকি মাখেন যে ৫০ পেরোলেও তাকে অষ্টাদশীর মত দেখতে লাগে? কি এমন খান যে তার ফিগার এতটা মেইনটেইনড থাকে?

RACHANA BANERJEE

অবশেষে সব রহস্যের খোলাসা হবে এইবার। কারণ বাজারে এসে গেল রচনা ব্যানার্জীর সৌন্দর্য রহস্য। সম্প্রতি রচনা তার নতুন একটি ব্যবসা শুরু করলেন রূপটান সামগ্রীর উপরে। যার নাম তিনি রেখেছেন ‘রচনা’জ কেয়ার’। সোমবার আনুষ্ঠানিকভাবে এই নতুন পথ চলার সূত্রপাত হল। নিঃসন্দেহে রচনার ভক্তদের কাছে এটা ছিল একটা বড় চমক। ঠিক কোন কোন সামগ্রী পাওয়া যাচ্ছে রচনার এই সংস্থায়?

আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, রচনা আপাতত বাজারে তার তৈরি মোট ৭ টি সামগ্রী এনেছেন। এর মধ্যে রয়েছে সানস্ক্রিন, নাইট ক্রিম, কেশর ও শশা দিয়ে তৈরি বিভিন্ন জেল, ব্যথার জন্য তেল ইত্যাদি। ভবিষ্যতে আরও আইটেম বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তার। শুধু ত্বকের যত্ন নয়, চুলের যত্ন নেবে রচনা এমন প্রসাধনীও বাজারে এনেছেন। তার দাবি প্রত্যেকটি উপকরণ তিনি প্রাকৃতিকভাবে বানাচ্ছেন।

RACHANA BANERJEE

রচনা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ‘‘আমি প্রথম থেকেই ঘরোয়া উপাদান দিয়েই রূপচর্চা করে এসেছি। কাঁচা হলুদ, নিম, ওট্‌স, দই, গোলাপের পাপ়ড়ি, এ সব দিয়েই ত্বকের যত্ন নিতাম। সুফলও পেয়েছি। আমরা এমন একটা পেশার সঙ্গে যুক্ত, যেখানে দিনের অনেকটা সময় ক্যামেরার চড়া আলোর মধ্যে কাটাতে হয়। সেই সঙ্গে মেকআপ তো রয়েছেই। এ সবের মধ্যে ত্বক ভাল রাখা সত্যিই চ্যালেঞ্জের। তবে আমি সারা জীবন ঘরোয়া টোটকাতেই ভরসা রেখেছিলাম বলে কোনও সমস্যা হয়নি। প্রতিটি প্যাক আমি নিজের হাতেই বানাতাম।’’

RACHANA`S CARE

আরও পড়ুন : ছোটবেলায় কেমন দেখতে ছিলেন রচনা ব্যানার্জী? দেখুন ছোট্ট রচনার মিষ্টি ছবি

তিনি আরও বলেছেন, ‘‘আমার সংস্থার প্রতিটি জিনিস একবারে ঘরোয়া উপাদানে তৈরি। কৃত্রিমতার কোনও ছোঁয়া নেই। আমি এত দিন যা ব্যবহার করে এসেছি, সেগুলি দিয়েই প্রতিটি জিনিস তৈরি হয়েছে। সকলের যদি মনে হয় আমি ত্বকের যত্ন নিতে পেরেছি, তা হলে এগুলি এক বার ব্যবহার করতে দেখতে পারেন।’’ আর তাই তিনি মনে করেন তিনি ব্যবহারকারীদের খুশি করতে পারবেন তার প্রাকৃতিক উপায়ে তৈরি রূপটান সামগ্রী দিয়ে।

আরও পড়ুন : ৩০ বছরের কেরিয়ারে এই প্রথম, বিরাট নজির গড়ে ফেললেন রচনা ব্যানার্জী