Rachana Banerjee Birth Day : রচনা ব্যানার্জী (Rachana Banerjee) মানেই এভারগ্রিন বিউটিকুইন। টলিউড (Tollywood) এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে থাকলেও রচনা ব্যানার্জীকে প্রতিদিন ছোটপর্দায় দিদি নাম্বার ওয়ান (Didi Number 1) -এ দেখেন দর্শকরা। আর সেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চই এখন রচনা ব্যানার্জীর পরিবার। আর এই দিন সেই পরিবারের তরফ থেকেই অভিনেত্রীর জন্মদিন পালন করা হলো।
তাদের প্রিয় দিদি নম্বর ওয়ানের জন্মদিন বলে কথা। একদিকে যেমন সেজে উঠছে স্টেজ, তেমন আরেকদিকে রচনার জন্য উপহারের কমতি নেই। অভিনেত্রী নিজেও বেশ খুশি। চারপাশে বেলুন, খুশির আমেজ। এদিন অভিনেত্রীর পরনে ছিল সবুজ রঙের শাড়ি। বেশ সুন্দর সেজেছেন তিনি। এই দিন তার মনে প্রাণে আনন্দ। শুধু তাই নয়, অভিনেত্রীর সঙ্গে যারা খেলতে এলেন তারাও বিশেষ মানুষ। সকলেরই বেশ আদরের রচনা।
এদিন বৃদ্ধাশ্রম থেকে চার দিদা এসে, রচনাকে জড়িয়ে ধরলেন। তারা কে কী উপহার নিয়ে এলেন? কেউ দিলেন গাছের চারা আবার কেউ দিলেন বই। আবার কেউ দিলেন বেশ বড় মাপের উপহার। এছাড়াও দিদি নম্বর ওয়ানের মঞ্চে তো অনেককিছুই আয়োজন ছিল। কেক কাটলেন রচনা। আর তারপরেই এই বিশেষ দিনটা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
এই বিশেষ দিন নিয়ে রচনা বলেন, ‘এই মানুষগুলোর কাছ থেকে এতটা ভালোবাসা পাই সবসময়। এত মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি বলেই হয়তো আজ এত বছর ধরে আমরা চালিয়ে যেতে পেরেছি এই শো। নাহলে এত মাসের, এত বছরের জার্নি আমরা অতিক্রম করতে পারতাম না, যদি এই মানুষগুলোর আশীর্বাদ সঙ্গে না থাকত।’
এরপরেই তিনি বলেন,’ সকলে বলে ঈশ্বরের আশীর্বাদ থাকলে সব সম্ভব। একথা একেবারেই সত্যি। তবে আমি বলব এই মানুষগুলো জীবনে না থাকলে, অনেককিছু সম্ভব হত না। এতটা পথ অতিক্রম করাও কঠিন হত।’ রচনা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘আমার দর্শকদের ধন্যবাদ। এত শুভেচ্ছার জন্য।
আরও পড়ুন : শাড়ি-ব্লাউজ খুলে নেটপাড়ায় আগুন ধরালেন রচনা ব্যানার্জি, হটনেসে কাবু নেটপাড়া
পাশাপাশি এদিন তিনি গোটা জি বাংলার টিমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,’ যেভাবে আমার জন্য আমাদের টিম আয়োজন করেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তবে এই প্রথম নয় প্রতিবছরই জী বাংলার তরফ থেকে অভিনেত্রীর জন্মদিন পালন করা হয়। এছাড়াও রচনা নিজের পরিবার আর বন্ধুদের সঙ্গেও বিশাল মজার সঙ্গে এই দিনটি কাটান।
আরও পড়ুন : ডিভোর্সী নাকি সেপারেটেড? স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথম মুখ খুললেন রচনা ব্যানার্জী
View this post on Instagram