প্রথম দিনেই রেকর্ড আয়! ভারতের সর্বকালের সবচেয়ে বড় ওপেনিং করল পুষ্পা ২

শুরুতেই ছক্কা! প্রথম দিনেই রেকর্ড আয় করে ভারতের সবচেয়ে বড় ওপেনিং সিনেমার জায়গা দখল করে নিলো পুষ্পা ২ (Pushpa 2)। ভাঙলো RRR এর রেকর্ডও। অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত পুষ্পা দা রাইজ সিনেমার সাফল্য দেখার পর পুষ্পা দা রুল যে বক্স অফিসে রাজত্ব করবে সে কথা আগে থেকেই জানতেন নির্মাতারা। প্রথম দিনেই কার্যত বক্স অফিসে রীতিমত ভূমিকম্প এনে দিল এই সিনেমার ওপেনিং।

৫ই ডিসেম্বর বৃহস্পতিবার ছিল পুষ্পা দ্য রুল এর রিলিজ ডেট। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সব ভাষার বিচারে ১৬০ কোটি টাকা তুলে নেয় এই সিনেমা। এতদিন ভারতের সর্বোচ্চ ওপেনিং সিনেমা ছিল রামচরণ ও জুনিয়ার এনটিআরের RRR। প্রথমদিনে ১৩৩ কোটি টাকা আয় করেছিল এই সিনেমা। মনে করা হচ্ছে দ্বিতীয় দিনেই পুষ্পা ২ ২০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে।

Pushpa 2

২৪ ঘন্টার বিচারে RRR ২২৩ কোটি টাকা আয় করেছিল। বাহুবলী ২১৭ কোটি টাকা, কল্কি ২৮৯৮ এডি ১৭৫ কোটি টাকা আয় করেছে। সেই জায়গায় পুষ্পা ২ ২৪ ঘন্টায় ২৫০ কোটি টাকা ছাপিয়ে যাবে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। বুক মাই শোতে অগ্রিম হিসেবে ৩০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। ভারতীয় সিনেমার জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত বলে দাবি করছেন বুক মাই শো এর সিনেমার সিওও আশিস সাকসেনা।

আরও পড়ুন : সামান্থা, রশ্মিকা কেউ নয়! ‘পুষ্পা ২’তে অল্লুর সঙ্গে আইটেম নাচবেন এই সুন্দরী

Pushpa 2

আরও পড়ুন : না দেখলে চরম মিস, এক ক্লিকে দেখে নিন Allu Arjun অভিনীত ১০ টি সুপারহিট ফিল্ম

সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকার্স এবং মুত্তামশেট্টি মিডিয়া প্রযোজিত এই ছবিতে অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিলকে যথাক্রমে পুষ্পা রাজ, শ্রীবল্লী এবং ভানওয়ার সিং শেখাওয়াতের ভূমিকায় দেখা যাবে। পুষ্পা চরিত্রটিতে অভিনয় করার জন্য অল্লু অর্জুন ‌ জাতীয় পুরস্কার পেয়েছেন প্রথম পার্টের জন্য। এই সিনেমার আয় নতুন করে রেকর্ড করবে বলে আশাবাদী নির্মাতারা। আর সেই কারণেই তো অল্লু অর্জুনকে ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে পারিশ্রমিক হিসেবে। যা এর আগে ভারতের আর কোনও অভিনেতা দাবি করার সাহস পাননি।