বাংলা সিরিয়ালের গল্প মানে লার্জার দ্যান লাইফ। তবে ঘটনাগুলো সব মানুষেরই জীবনের অংশ। বহু সিরিয়ালে সমাজের বাস্তবচিত্র ধরা পড়েছে বারবার। এবার যেমন জি বাংলার পুবের ময়না সিরিয়ালে ধরা পরল সাম্প্রতিক কালের বাংলা তোলপাড় করে দেওয়া এক ঘটনার রেশ। আরজিকর কান্ডের রেশ এখনও মানুষের মন থেকে কাটেনি। ডাক্তারদের আন্দোলন এখনো চলছে। এবার সেই দৃশ্যই ধরা পড়লো পুবের ময়নার একটি দৃশ্যে।
সিরিয়ালের গল্পে বাস্তব ঘটনার ছায়া
বিগত বেশ কিছুদিন ধরেই পূবের ময়না বন্ধ হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। আসলে প্রথম থেকেই এই সিরিয়ালের টিআরপি একেবারেই ভালো নয়। তাই সিরিয়ালটির স্লট বদল হয়েছিল। কিন্তু তাতেও টিআরপিতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার এই সিরিয়ালের গল্পে পড়লো আরজিকরের ঘটনার ছায়া। দেখা গেল ডাক্তারদের আন্দোলন। বর্তমানে গল্পের ট্র্যাকে দেখা যাচ্ছে ডাক্তাররা আমরণ অনশনে বসেছেন।
পুবের ময়নায় এল নতুন মোড়
রীতিমতো টানটান পর্ব চলছে এই সিরিয়ালে। ধানসিঁড়ি ওরফে ময়নাকে বিপদে ফেলতে তার খাবারে মাদক মিশিয়ে দেয় অয়ন। কিন্তু ময়না সেই ফাঁদে পা দেয় না। উল্টে অয়নের কীর্তি ফাঁস করে দেয় সে। কিন্তু তাতেও অয়নকে কোনও শাস্তি দেওয়া হয় না। অয়নকে যেহেতু কলেজ থেকে বের করে দেওয়া হয়নি তাই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সহপাঠী ডাক্তার বন্ধুদের নিয়ে অনশনে বসে ময়না।
আরও পড়ুন : রাতারাতি সিরিয়াল ছাড়লেন দুই শালিকের নায়িকা! যমজ চরিত্রে অভিনয় করবেন কে?
আরও পড়ুন : তলানিতে টিআরপি! ৮ মাসেই বন্ধের মুখের স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল
পুবের ময়না দেখে দর্শকদের মনেও এখন নানা প্রশ্ন দানা বাঁধছে। কিছুদিন আগে স্টার জলসার রোশনাই সিরিয়ালেও জাস্টিস চাওয়া নিয়ে এমনই প্রশ্ন উঠতে থাকে। আরজিকর ঘটনার প্রসঙ্গই কি নানাভাবে ঘুরে ফিরে আসছে বাংলা সিরিয়ালের গল্পে? নাকি এটা নেহাত কাকতালীয় ঘটনা? দর্শকরা কিন্তু মনে করছেন আরজিকর কান্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের প্রভাবটাই পড়েছে পুবের ময়নার গল্পের এই পর্যায়ে।