সদ্য শেষ হয়েছে অমর সঙ্গী। এবার জি বাংলার আরও একটি সিরিয়াল বন্ধ হওয়ার মুখে। মাত্র ৮ মাসেই এই সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলল চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এর আগেও একবার এই সিরিয়ালটি বন্ধ করতে অন্তিম শুটিংয়ের ঘোষণা করে দিয়েছিল জি বাংলা। তারপরেও আবার দর্শকদের দাবিতে সিরিয়ালটিকে ফিরিয়ে আনা হয়। কিন্তু এবার পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে জি বাংলার পুবের ময়না।
রোদ্দুর এবং ময়না আর দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প এবার সত্যিই শেষের পথে। ৮ই এপ্রিল এই সিরিয়ালের অন্তিম শুটিং এর দিনক্ষণ নির্ধারিত হয়েছে। গৌরব রায় চৌধুরী এবং ঐশানি দে অভিনীত এই মিষ্টি প্রেম কাহিনী দর্শকরা বেশ উপভোগ করছিলেন। মাঝে স্লট বদল, তারপর টিআরপির অভাবে অন্তিম দিনের শুটিং হয়ে গিয়েও আবার নতুন করে এই সিরিয়ালটি নতুন গল্প নিয়ে শুরু হয়েছিল। কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না।
আরও পড়ুন : চরম কষ্টে কেটেছে ছোটবেলা! তেঁতুল পাতা সিরিয়ালের ঝিল্লির জীবন সিনেমার থেকে কম নয়
আরও পড়ুন : আর্যকে বিয়ের স্বপ্ন ভেঙে গেল অপুর! প্রকাশ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ এর জমজমাট প্রোমো
অবশেষে রোদ্দুর এবং ময়নাকে বিদায় নিতে হচ্ছে। আসলে এমনিতেও এই সিরিয়ালের টিআরপি তেমন ছিল না। তাই সন্ধে ছটায় শুরু হয়ে মাঝে স্লট বদল হয় এই সিরিয়ালের। এর আগে সিরিয়ালটি শেষ করার সিদ্ধান্ত নিয়েও মত পাল্টাতে বাধ্য হয়েছিল চ্যানেল। কিন্তু এবার পূবের ময়না বন্ধের সিদ্ধান্তে সীলমোহর পড়েছে। সেই জায়গাতে আসবে নতুন কোনও সিরিয়াল। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি নতুন সিরিয়াল নিয়ে আবার পর্দায় ফিরবেন পর্ণা ওরফে পল্লবী শর্মা। অন্যদিকে আবার ইচ্ছেধারী নাগকন্যা নামের একটি নতুন সিরিয়ালও আসার খবর প্রকাশিত হয়েছে। অতএব পুবের ময়নার জায়গা নেবে কে সেটাই এখন দেখার।