ফেলুদা-ব্যোমকেশ অতীত! বড় পর্দায় ‘কাকাবাবু’ হয়ে আসছেন টলিউডের এই সুপারস্টার

ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, কিরিটি, শবর, বাংলা সাহিত্যে গোয়েন্দাদের অভাব নেই। বাংলা সাহিত্যের সেইসব হিরোদের নিয়ে একাধিক সিনেমাও বানিয়েছে টলিউড। ফেলুদা, ব্যোমকেশ, শবর সবাই হিট। পিছিয়ে নিয়ে কাকাবাবুও। সৃজিত মুখার্জির পরিচালনায় কাকাবাবু হয়ে পর্দায় ধরা দিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জী। এবার কাকাবাবু ফ্রাঞ্চাইজির নতুন একটি সিনেমা আসছে খুব তাড়াতাড়ি। তাতে নাম ভূমিকায় কে থাকবে জানেন? বড় আপডেট দিল টলিউড।

আসছে বিজয় নগরের হীরে

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সমগ্র থেকে এবার বিজয়নগরের হিরে বেছে নেওয়া হয়েছে সিনেমা বানানোর জন্য। তবে এবার আর সৃজিত মুখার্জী পরিচালনায় থাকছেন না। কাকাবাবু সিরিজের নতুন সিনেমার পরিচালনা করবেন চন্দ্রাশিস রায়। তার হাত ধরে কাকাবাবু এবং সন্তুর অ্যাডভেঞ্চারের নতুন ‌গল্প ফুটে উঠবে বড় পর্দায়। এবারেও কিন্তু কাকাবাবুর চরিত্রে থাকবেন প্রসেনজিৎ। তবে সন্তুর চরিত্রে আরিয়ান ভৌমিক থাকবেন না। সন্তুর চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসু রায়কে।

Bijoynagarer Hirey

এর আগে ২০১৩ সালে কাকাবাবুর মিশর রহস্য এবং ২০১৭ সালে ইয়েতি অভিযান মুক্তি পেয়েছিল। ২০২২ সালে মুক্তি পায় কাকাবাবুর প্রত্যাবর্তন। বাংলার পাশাপাশি হিন্দিতেও এই সিনেমাটি মুক্তি পায়। এবার আসছে কাকাবাবু সিরিজের চতুর্থ গল্প। আবার এই বছরই মুক্তি পাবে প্রসেনজিৎ ও শ্রাবন্তী চ্যাটার্জির দেবী চৌধুরানী। প্রসেনজিতের ঝুলিতে এখন বেশ কিছু ভালো ভালো কাজ আছে। তার মধ্যে বেশকিছু বড় বাজেটের সিনেমাও রয়েছে।

আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তি পাবে কোন কোন বাংলা ও হিন্দি সিনেমা? দেখুন তালিকা

Prosenjit Chatterjee and Anirban Bhattacharya

আরও পড়ুন : ছেলের থেকে হবু বৌমা ৬ বছরের বড়! দামিনীকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চ্যাটার্জী

প্রসেনজিতের আসন্ন সিনেমার মধ্যে একটি থাকছে প্রসেনজিৎ ও অনির্বাণ ভট্টাচার্যের নতুন থ্রিলার সিনেমা। যে সিনেমাটি মুক্তি পাবে পুজোতে। একটি দক্ষিণ সিনেমার রিমেক হতে চলেছে এটি। এর আগে প্রসেনজিৎ এবং অনির্বাণের দশম অবতার সিনেমাটি বেশ ভালো সাড়া পেয়েছে দর্শকদের থেকে। এবার সেই সিরিজেরই দ্বিতীয় সিনেমাটি মুক্তি পাবে।