টলিউডে পা রাখবে প্রসেনজিতের ছেলে! বিপরীতে নায়িকা কে?

আর দেরি নয়। এবার খুব তাড়াতাড়ি টলিউডে পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জীর ছেলে তৃষাণজিত চ্যাটার্জী। ছেলেকে টলিউডে লঞ্চ করার সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছেন প্রসেনজিৎ। প্রথম সিনেমার প্রস্তুতি নিচ্ছেন মিশুক ওরফে তৃষাণজিত। অভিনয়ের প্রশিক্ষণ শেষ করে ফেলেছেন এরই মধ্যে। এবার শুধু ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা। কোন পরিচালকের ছবিতে প্রথম সিনেমা করবেন তিনি? নায়িকাই বা কে হবেন?

ছেলেকে নায়ক হিসেবে দেখবেন, এটাই এখন ধ্যানজ্ঞান প্রসেনজিৎ চ্যাটার্জীর। তার জন্য বিগত বেশ কয়েক বছর ধরে টলিউডের বিভিন্ন অনুষ্ঠানে ছেলেকে নিয়ে যাচ্ছিলেন তিনি। যাতে সমাজে তার ছেলেরও একটা পরিচিতি গড়ে ওঠে। শুধু তাই নয় পর্দার সামনে যাতে নিখুঁত অভিনয় করে মিশুক তার জন্য দামিনী বেণী বসুর কাছে তাকে নিয়মিত অভিনয়ের ক্লাস করতেও পাঠিয়েছেন। প্রযোজক শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি মিশুককে লঞ্চ করার প্রতি আগ্রহ দেখিয়েছেন।

Prosenjit Chatterjee`s Son

কোন পরিচালকের সিনেমাতে অভিনয় করবেন তৃষানজিৎ?

আপাতত সৃজিত মুখার্জি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়, মিশুককে লঞ্চ করানোর ক্ষেত্রে এই দুই পরিচালকের নাম ঘোরাফেরা করছে টলিউডের অন্দরমহলে। দুজনের সঙ্গেই এফভিএফের সম্পর্ক দারুণ। আবার দুজনেই টলিউডের অন্যতম সেরা পরিচালক। এমন সেরা পরিচালকের হাতে পড়লে প্রথম সিনেমাতে অবশ্যই মানুষের মনে দাগ কাটতে পারবেন প্রসেনজিতের ছেলে। আর নায়িকা? তাতেও থাকবে চমক।

আরও পড়ুন : কেন প্রসেনজিতের মাকে ছেড়ে আবার বিয়ে করেন? বিস্ফোরক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

Prosenjit Chatterjee`s Son

আরও পড়ুন : চা বিক্রি করে চালাতেন সংসার! প্রসেনজিতের ছোটবেলা কেটেছে খুবই কষ্টে

তৃষাণজিতের প্রথম সিনেমার নায়িকা কে হবেন?

আপাতত প্রসেনজিতের ছেলের প্রথম সিনেমার নায়িকার নামটা জানা যায়নি। তবে টলিউডের বর্তমান নায়িকাদের মধ্যে কেউ নন এটা নিশ্চিত। কোনও এক নতুন মুখকেই নায়িকা করা হবে। ছেলেকে লঞ্চ করানো প্রসঙ্গে আগে একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন, “ছেলেকে পরিষ্কার বলে রেখেছি তোমাকে সবরকম সাপোর্ট দেব। এ দেশের সিনেমা জগতের যে কোনও লোক আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার পুরো সুবিধা আমার ছেলের জন্য নেব। তোমাকে সেরা ট্রেনিং দেব কিন্তু একটা কাজ আমি করব না, টাকা দিয়ে লঞ্চ করাব না।”