বাংলার গর্ব প্রসেনজিৎ! জাতীয় মঞ্চে সেরা সম্মান পেলেন এই বাঙালি অভিনেতা

Prosenjit Chatterjee : সিনেমার সিরিয়ালের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে ওয়েব সিরিজ। করোনার সময়কাল থেকে এই ওয়েব সিরিজের চাহিদা বাড়তে থাকে। আর হিন্দি সিরিজ গুলোর তো জনপ্রিয়তা তুঙ্গে। এবার সেই সিরিজের অভিনেতা অভিনেত্রীদের সম্মান জানাতেই মুম্বইয়ে অনুষ্ঠিত হল দ্বিতীয় ওটিটি প্লে অ্যাওয়ার্ডস। সেখানে উপস্থিত ছিলেন টলিউড (Tollywood) অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এবার চলুন জেনে নিই কোন অভিনেতা কিসে সম্মান পেলেন।

ভারতের নানা রাজ্যের শিল্পীদের নিয়ে রবিবার অর্থাৎ ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ওটিটি প্লে অ্যাওয়ার্ডস।এই অনুষ্ঠানে সেরা ওয়েব সিরিজ, সেরা অভিনেতা, সেরা ডায়লগ- সহ একাধিক বিভাগে ওটিটি প্ল্যাটফর্মের শিল্পীদের পুরস্কৃত করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার প্যান-ইন্ডিয়া ওটিটি পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হল সারা দেশ থেকে সবচেয়ে আকর্ষণীয় ওটিটি সিনেমা, শো, অভিনেতা এবং সিনেমা নির্মাতাদের পুরস্কার দিয়ে তাদের সম্মান জানানো। আর সেখানে পিছিয়ে নেই বাংলাও।

PROSENJIT CHATTERJEE

কারণ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টলিউডের গর্ব প্রসেনজিৎ। তিনি এই বছর এপ্রিল মাসে ওয়েব সিরিজ জুবিলি-র হাত ধরে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্ম পা রেখেছেন। এছাড়াও এদিন অনুষ্ঠানে বলিউড ও সাউথ ফিল্ম ইন্ড্রাস্ট্রির তারকাদের মেলা ছিলো। সোনালি শাড়িতে রেড কার্পেটে হেঁটে তাক লাগিয়েছেন সবিতা। চিত্রাঙ্গদার পরনে ছিল সুরু ফিতের রুপোলি গাউন এর সুন্দরী আলিফা পড়েছিলেন বডি হাগিং এক লাল গাউন।

এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল, রবিনা টন্ডন, নওয়াজউদ্দিন সিদ্দিকি, চিত্রাঙ্গদা সিং, রাজ কুমার রাও, কার্তিক আরিয়ান। এদের সকলকেই সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কিছু ওয়েব সিরিজে দেখা গেছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সম্মানের পুরস্কার। চলুন দেখে নিই কে কোন বিশেষ সম্মানে সম্মানিত হলো।

KARTIK AARYAN

পপুলার চয়েজে সেরা অভিনেতা হয়েছেন ফ্রেডি সিরিজের নায়ক কার্তিক আরিয়ান। ওয়েব সিরিজের সেরা অভিনেতা হয়েছেন রকেট বয়েজ ২ এর অভিনেতা জিম সর্ব। ওয়েব সিরিজে সেরা অভিনেত্রী হয়েছেন সবিতা ধুলিপালা। তিনি অভিনয় করেছেন দ্য নাইট ম্যানেজার এবং মেড ইন হেভেন সিরিজে। কাঁঠাল এবং আম্মু ছবি বিচার করে সেরা অভিনেত্রী হয়েছেন সানিয়া মালহোত্রা এবং ঐশ্বর্য লক্ষ্মী।

ওটিটি পারফরমার অফ দ্য ইয়ার হয়েছেন অদিতি রাও হায়দারি (তাজ: ডিভাইড অ্যান্ড রুল এবং জুবিলি)।ওটিটি-র সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতা হয়েছেন রাণা দগ্গুবতি (রাণা নাইডু)। ওয়েব সিরিজে সেরা পরিচালক রাজ ও ডিকে (ফরজি) এবং পবন সাদিনেনি (দয়া)। ওয়েব সিরিজের সেরা খল-নায়িকা হিসেবে মনোনীত হয়েছেন দর্শনা রাজেন্দ্রন (পুরুষা প্রেথাম) এবং সেরা খল-নায়ক ঋষি (শয়তান)। ব্রেকিং দ্য মোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে অপারশক্তি খুরানা (জুবিলি)।

আরও পড়ুন : হরর-থ্রিলার থেকে সাসপেন্স! এই মাসেই মুক্তি পেতে চলেছে এই ৭টি ওয়েব সিরিজ

THE TRIAL

আরও পড়ুন : হলিউড সিরিজকেও হার মানায়, রইল ভারত সেরা ১০ টি ওয়েব সিরিজের তালিকা

এবছরের সেরা সিরিজে ডেবিউ অভিনেত্রী হয়েছেন কাজল (দ্য ট্রায়াল)। সেরা ডেবিউ ফিল্ম অভিনেতা হয়েছেন বাবিল খান (কলা)। পপুলার চয়েজে ওয়েব সিরিজের সেরা অভিনেতা অনিল কাপুর, (দ্য নাইট ম্যানেজার)। সবচেয়ে বড় বিষয় বাংলার মুখ উজ্জ্বল করে সেরা সহ অভিনেতা হয়েছেন আমাদের বুম্বাদা।তিনি জুবিলির জন্য এই সম্মান পেয়েছেন। আর সেরা বাস্তবধর্মী সিরিজ হয়েছে স্কুপ (নেটফ্লিক্স)।

আরও পড়ুন : বাংলার সেরা ৫ গোয়েন্দা ওয়েব সিরিজ, যেগুলো না দেখলে হবে চরম মিস