গ্ল্যামার দুনিয়ার মানুষ তিনি। ৪০ পার হলেও গ্ল্যামার তাকে ধরে রাখতেই হয়। একসময়ের বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে হলিউডের অন্যতম জনপ্রিয় একজন তারকা। অভিনয় থেকে মডেলিং, আবার সংসার-সন্তান সবই সামলাচ্ছেন তিনি। তার রূপ দেখলে ঝলসে যায় চোখ। কীভাবে এত ব্যস্ততার মধ্যেও নিজের রূপচর্চা করেন প্রিয়াঙ্কা চোপড়া? অনেকেরই মনে হতে পারে প্রিয়াঙ্কা হয়তো অনেক নামি দামি কিছু প্রোডাক্ট ব্যবহার করেন চেহারায়। তা কিন্তু নয়।
প্রিয়াঙ্কা চোপড়ার রূপচর্চার রুটিন
এর আগেও বহুবার প্রিয়াঙ্কা তার রূপচর্চার সিক্রেট ফাঁস করেছেন। চেহারা উজ্জ্বল দেখাতে তার সেই ময়দা, কলা, দুধ, মধুর ফেসপ্যাকের রেসিপি তো সকলেই জানেন। তবে এছাড়াও প্রিয়াঙ্কা আরও একটি ছোট্ট কাজ করেন রোজ। চেহারাকে তরতাজা দেখাতে তিনি ব্যবহার করেন শিট মাস্ক। বর্তমানে কোরিয়ান শিট মাস্কের ব্যবহারের বেশ প্রচলন শুরু হয়েছে ভারতেও। এর বেশ উপকারিতাও আছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রিয়াঙ্কা একটি স্টোরি শেয়ার করেন যেখানে দেখা গিয়েছিল মুখের শিট মাস্ক লাগিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন। তারপর তিনি দেখিয়েছেন শিট মাস্ক ব্যবহারের ফলাফল। তার ত্বককে মুহূর্তের মধ্যেই সুন্দর করে তোলে এই শিট মাস্ক।
কীভাবে ব্যবহার করবেন?
আপনিও যদি নিজেকে তরতাজা দেখাতে চান, ত্বকে আর্দ্রতা ধরে রাখতে চান এবং বলিরেখা দূর করতে চান তাহলে ব্যবহার করতে পারেন এই জিনিষটি। প্রতিদিনের কাজকর্মের পর যে ক্লান্তির ছাপ মুখে চোখে পড়ে মাত্র ১০ মিনিটের ব্যবহারেই সেই ক্লান্তি আপনার চেহারা থেকে উধাও হতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় বা গাড়িতে যাতায়াতের সময়ও আপনি এরকম শিট মাস্ক ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকবার ব্যবহারের আগে ফেসওয়াশ বা মাইসেলার ওয়াটার দিয়ে মুখ পরিষ্কার করে তবেই ব্যবহার করলে বেশি সুফল পাবেন।
আরও পড়ুন : ২০২৫ সালে বলিউডের সেরা ১০ সুন্দরী কারা? এক নজরে দেখুন তালিকা
আরও পড়ুন : ৬০ পেরিয়েও ১৮ এর গ্ল্যামার! বয়স ধরে রাখতে এই ছোট্ট কাজ করেন মাধুরী দীক্ষিত
বাজারে বিভিন্ন শিট মাস্ক পাওয়া যায়। তবে আপনি বাড়িতেই আপনার ত্বকের উপযোগী শিট মাস্ক বানাতে পারেন। যদি আপনার তৈলাক্ত ত্বক হয় তাহলে শসার রস, এলোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে তাতে শুকনো শিট ডুবিয়ে মুখের উপর রাখতে পারেন। যদি শুষ্ক ত্বক হয় তাহলে অর্ধেক কাপ চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে ৬-৭ ঘন্টা রেখে দিন। সেই জল ছেঁকে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ব্যবহার করুন। মুখে বলিরেখার ছোপ পড়লে ইষোদুষ্ণ জলে গ্রিন টি ব্যাগ চুবিয়ে ঠান্ডা করে এতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে কাগজের বার সুতির শিট ভিজিয়ে ব্যবহার করতে পারেন।