বর্তমানে বলিউডে শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে যাদের নাম না নিলেই নয় তারা হলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর এবং আরও অনেকে। তবে জানেন কি শীর্ষস্থানীয় এই অভিনেত্রীরা কিন্তু কেউই বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী নন। পারিশ্রমিকের দিক থেকে সবাইকে ছাপিয়ে গিয়েছেন আরেক অভিনেত্রী। যার ধারে কাছে দীপিকা, আলিয়া, করিনা, ক্যাটরিনা কেউ নেই।
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী কে?
এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী যিনি, তিনি কিন্তু এখন আর বলিউডে বড় একটা অভিনয় করেন না। তিনি এখন আমেরিকার বাসিন্দা। স্বামী এবং মেয়েকে নিয়ে থাকেন লস এঞ্জেলসে। চুটিয়ে অভিনয় করছেন হলিউডে। হ্যাঁ ঠিকই ধরেছেন। নাম তার প্রিয়াঙ্কা চোপড়া। এতদিন পর্যন্ত বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নাম ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু প্রিয়াঙ্কা সম্প্রতি তাকেও ছাপিয়ে গিয়েছেন।
প্রায় ৬ বছর পর এস এস রাজামৌলির সিনেমা দিয়ে আবার ভারতীয় সিনেমাতে পা রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার নায়ক থাকবেন মহেশ বাবু। এই সিনেমার হাত ধরে ২০ বছরের বেশি সময় পর কোনও দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে এই সিনেমার জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার আগে বলিউডের আর কোনও অভিনেত্রী এত পারিশ্রমিক দাবি করেননি।
আরও পড়ুন : ঠকিয়েছেন স্বামীরা! ঘরে সুন্দরী বউ থাকতেও পরকীয়ায় জড়িয়েছেন এই অভিনেত্রীদের বরেরা
আরও পড়ুন : প্রিয়াঙ্কার সঙ্গে পরকীয়ার জের! অক্ষয় কুমারের সঙ্গে কী হয়েছিল জানেন?
দীপিকা পাড়ুকোনকে পেছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড অভিনেত্রীদের মধ্যে এতদিন পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে দীপিকাই ছিলেন এগিয়ে। কল্কি 2898 এডি সিনেমার জন্য তিনি ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু প্রিয়াঙ্কা তাকে পিছনে ফেলে দিলেন। অবশ্য প্রিয়াংকা এর আগে হলিউডে তার প্রথম ওয়েব সিরিজ সিটাডেলের জন্য ৪১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই রেকর্ড আর কোনও ভারতীয় অভিনেত্রীর নেই।