সায়ন্ত মোদকের বিতর্কে বিস্ফোরক প্রত্যুষাও! ফাঁস করলেন সম্পর্কের গোপন কথা

বিগত বেশ কয়েকদিন ধরেই টলিউড তোলপাড় হয়ে রয়েছে সায়ন্ত মোদককে নিয়ে। দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াঙ্কা মিত্র থেকে কিরণ মজুমদার, সায়ন্তর একের পর এক প্রাক্তন প্রেমিকারা তার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনছেন। কেউ শারীরিক নির্যাতনের অভিযোগ তুলছেন, তো কেউ আবার আর্থিক প্রতারণার অভিযোগ তুলছেন। বলতে গেলে সায়ন্ত বর্তমানে বেশ চাপে রয়েছেন। এবার তার সঙ্গে নাম জড়ালো আরেক অভিনেত্রী প্রত্যুষা পালের। সায়ন্তকে নিয়ে মুখ খুললেন তিনিও।

প্রত্যুষাও বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী। যদিও দীর্ঘদিন তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। এবার সায়ন্ত মোদককে নিয়ে বিতর্কের মধ্যে প্রত্যুষার নামও জড়ালো। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে সায়ন্তের সঙ্গে নাকি প্রত্যুষা পালেরও প্রেমের সম্পর্ক ছিল। তাদের বেশ কিছু রোমান্টিক মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এখন। এতে জল্পনা আরও ছড়াচ্ছে। এই বিষয়ে এবার মুখ খুললেন খোদ অভিনেত্রী।

Sayanta Modak

প্রত্যুষা বলেছেন সায়ন্তর সঙ্গে তার নাম জড়িয়ে যা কিছু প্রচার হচ্ছে সবটাই মিথ্যে। আসলে তিনি এবং সায়ন্ত হৈচৈ ওয়েব প্ল্যাটফর্মের একটি মিনি সিরিজে অভিনয় করেছিলেন। যে ভিডিও এখন ছড়াচ্ছে সেটা আসলে সেই সিরিজের টুকরো দৃশ্য। এছাড়া সায়ন্তর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, “সায়ন্তর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ওর সঙ্গে দু’টো কাজ করেছি। পেশার খাতিরেই ওকে চিনি। এর থেকে বেশি আর কিছুই নয়। তাই আমার আর ওর ছবি একসঙ্গে ব্যবহার করা বন্ধ করা হোক। আসলে আমাদের একসঙ্গে তোলা কোনও ছবি-ই নেই। তাই কেউ পাবেন না। ওর সঙ্গে যে কাজটা করেছিলাম, সেই প্রজেক্টের পোস্টার থেকেই স্ক্রিনশট নিয়ে তোলা হয়েছে এবং ভাইরাল ভিডিওটার উপর ব্যবহার করা হয়েছে…।”

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন তোমার জন্য, কনকাঞ্জলি সিরিয়ালের নায়িকা তিলোত্তমা দত্ত?

 Pratyusha Paul

আরও পড়ুন : একাধিক প্রেম থেকে পরকীয়া! টলিউডের এই ৫ তারকার কেচ্ছা শুনলে কানে আঙুল দেবেন

অভিনেত্রী আরো বলেছেন, “দয়া করে এরকম ভুয়ো খবর ছড়াবেন না। আগে সত্যিটা জানুন। স্রেফ টাকা কামানোর জন্য, সমাজমাধ্যমে পরিচিতি পাওয়ার জন্য যার তার নাম যে কারওর সঙ্গে জুড়ে ভিডিও বানিয়ে দেওয়াটা কোনও সুবিধের কাজ নয়। যার আমার আর সায়ন্তের ওই ভিডিওটা দেখে ভেবে ফেলেছেন কিছু, তাঁদের বলি কিচ্ছু নেই ওরকম…কেমন?”