বহু বছর পর পর্দায় ফিরছে স্টার জলসার জনপ্রিয় এই জুটি, আসছে এই সিরিয়াল

একের পর এক নতুন সিরিয়াল আনছে স্টার জলসা। নতুন সিরিয়ালে নতুন নতুন নায়ক-নায়িকার জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন। তবে কিছু জুটি কোনওদিনই পুরনো হয় না। পুরনো সিরিয়ালের পুরনো নায়ক এবং নায়িকাদের জুটির রসায়ন দর্শকরা আজও মিস করেন। এমনই একটি জুটি ছিল প্রতীক সেন এবং সোনামণি সাহার জুটি। স্টার জলসা সেই সোনাতীক জুটিকেই আবার ফিরিয়ে আনলো।

কোন সিরিয়ালে ফিরবেন প্রতীক সেন ও সোনামণি সাহা?

বর্তমানে প্রতীক এবং সোনামণি দুজনই স্টার জলসার আলাদা আলাদা সিরিয়ালে অভিনয় করছেন। প্রতীক রয়েছেন উড়ান সিরিয়ালে। যদিও সেই সিরিয়ালের টিআরপি খুবই কম। স্লট বদলানো হয়েছে। শীঘ্রই শেষ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে সোনামণি সাহা অভিনয় করছেন শুভ বিবাহ ধারাবাহিকে। প্রতীক এবং সোনামণির জুটি আজও হিট দর্শকদের কাছে। কোন সিরিয়ালে ফেরানো হবে তাদের? আসলে নতুন নয়, প্রতীক এবং সোনামণির মোহর সিরিয়ালটিকেই আবার ফেরানোর বিবেচনা করেছে স্টার জলসা।

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেল রামপ্রসাদের সর্বাণী? কেন সিরিয়ালে দেখা যাচ্ছে না সুস্মিলি আচার্যকে?

Pratik Sen And Sonamoni Saha`s Mohor

আরও পড়ুন : নোংরা ডায়লগে ভরপুর! লীনা গাঙ্গুলীর চিরসখা দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা

প্রতীক এবং সোনামণির মোহর সিরিয়ালটির একসময় ব্যাপক জনপ্রিয়তা ছিল। আজও মোহর এবং সোনাতীকের বেশ বড় ফ্যানবেস রয়েছে। সেই কথা মাথায় রেখেই মোহরের পুনঃ সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে। দুপুরের সময় বর্তমানে স্টার জলসাতে পুরনো সব সিরিয়ালের রিপিট টেলিকাস্ট হচ্ছে। মোহরেরও রিপিট টেলিকাস্ট হবে। নতুন সিরিয়াল না হোক, প্রতীক এবং সোনামণিকে মোহরের মাধ্যমেই আবার টিভিতে ফিরে পাওয়া যাবে শুনে বেশ খুশি দর্শকরা।