স্টার জলসা, জি বাংলায় একটার পর একটা নতুন নতুন সিরিয়াল আসছে। পিছিয়ে নেই কালার্স বাংলা, আকাশ আটের মত চ্যানেলগুলোও। নতুন নতুন ধাঁচের দারুণ দারুণ সব সিরিয়াল আসছে প্রত্যেকটি চ্যানেলেই। এবার যেমন আসছে নতুন সিরিয়াল ‘প্রথম কদম ফুল’। সাহিত্য নির্ভর এই সিরিয়ালের প্রোমো সম্প্রতি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কবে, কোন চ্যানেলে, কোন স্লটে আসছে প্রথম কদম ফুল? জেনে নিন।
আসছে প্রথম কদম ফুল
অচিন্ত্যকুমার সেনগুপ্তের ‘প্রথম কদম ফুল’ গল্পের উপর ভিত্তি করেই আসছে এই নতুন সিরিয়াল। এতে রয়েছে নায়ক এবং নায়িকার মিষ্টি প্রেমের গল্প। আর সেই সঙ্গে ভিলেনদের ছল চাতুরি তো থাকবেই। নায়ক ও নায়িকাকে আলাদা করতে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করবে তারা। তবে প্রেমের এই পরীক্ষায় নায়ক-নায়িকাকে আলাদা করতে পারবে কি? জানতে হলে দেখতে হবে প্রথম কদম ফুল।
কোন চ্যানেলে আসছে এই নতুন সিরিয়াল?
নতুন এই সিরিয়ালটি আসছে আকাশ ৮ চ্যানেলে। আকাশ আটের সাহিত্যের সেরা সময় আরও এক নতুন গল্প নিয়ে হাজির। কিছুদিন আগেই সাহিত্যের সেরা সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প অনুপমার প্রেমের সম্প্রচার শেষ হয়েছে। এক গল্পের শেষে শুরু হবে অন্য গল্প। এবার থেকে দর্শকরা অনুপমার প্রেমের জায়গায় দেখবেন প্রথম কদম ফুল।
আরও পড়ুন : লাগবে না নায়ক-নায়িকা, AI দিয়ে শুটিং হচ্ছে সিরিয়ালে, মাথায় হাত অভিনেতাদের
আরও পড়ুন : বহু বছর পর ফিরছেন স্টার জলসার এই জনপ্রিয় নায়িকা, দিলেন দারুণ এক সুখবর
কবে কোন স্লটে দেখবেন প্রথম কদম ফুল?
সোম থেকে শনি প্রত্যেকদিন সন্ধ্যে সাড়ে সাতটার সময় সম্প্রচারিত হয় প্রথম কদম ফুল। আগামী ১৭ই ফেব্রুয়ারি থেকে সম্প্রচার শুরু হবে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং সৌমি বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিকের হাত ধরে বহু সময় পর আবার সিরিয়ালে ফিরলেন সৌভিক। অন্যদিকে হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে শঙ্করের বোন চরিত্রে অভিনয় করছিলেন সৌমি। এবার তিনিই এই নতুন সিরিয়ালের নায়িকা।