পোস্ট অফিসে টাকা রাখা কি লাভজনক? কত টাকা রাখলে কত টাকা পাবেন?

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে কত টাকা রাখলে কত টাকা পাবেন? দেখুন তালিকা

মানুষের সঞ্চিত অর্থ বিনিয়োগ (Investment) করার ক্ষেত্রে সবথেকে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় একটি স্থান হলো পোস্ট অফিস। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Post Office Fixed Deposit) আপনি যদি আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন সে ক্ষেত্রে আপনি একটি নিশ্চিত সুদের হারে অর্থ ফেরত পাবেন। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনার সাথে আলোচনা করে নেবো পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমের ব্যাপারে, যেখানে অর্থ বিনিয়োগ করলে আপনি একটি নির্দিষ্ট সময়ের পর ভালো অর্থ রিটার্ন পাবেন।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম হল এমনই একটি জনপ্রিয় স্কিম যেখানে এককালীন কিছুটা অর্থ আপনি বিনিয়োগ করলে একটি নির্দিষ্ট সময়ের পর সুদ সহ বিপুল পরিমাণ অর্থ আপনি ফেরত পাবেন। এই ফিক্সড ডিপজিটে আপনি অর্থ বিনিয়োগ করলে বছরের শেষে অর্থাৎ অ্যানুয়ালি একটি সুদ সহ আপনার জমা রাশি অর্থ ফেরত পাবেন। সব থেকে মজার ব্যাপার হলো, ইন্টারেস্টর পরিমাণ তখন কম হোক বা বেশি আপনি যে ইন্টারেস্ট রেটে ফিক্সড ডিপোজিট করেছেন সেই রেটেই আপনি ফেরত পাবেন আপনার অর্থ।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট রেট ২০২৩

সময়সুদের হার
১ বছরের ফিক্সড ডিপোজিট৬.৯ শতাংশ
২ বছরের ফিক্সড ডিপোজিট৭.০ শতাংশ
৩ বছরের ফিক্সড ডিপোজিট৭.০ শতাংশ
৫ বছরের ফিক্সড ডিপোজিট৭.৫ শতাংশ

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে আপনি পাবেন 80C ধারা অনুযায়ী ট্যাক্সে ছাড়, তবে সেটি পাবেন যদি আপনার বিনিয়োগের জমা রাশি দেড় লক্ষ টাকার মধ্যে থাকে। আপনার ফিক্সড ডিপোজিটে প্রতি বছর যে সুদ জমা পড়ছে আপনি চাইলে তা আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন, তার জন্য আপনাকে একটি ফর্ম জমা করতে হবে।

পোস্ট অফিসে টাকা রাখলে লাভ কত?

সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে এই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যেতে পারে, সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। এই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে গেলে আপনার বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। আপনি চাইলে সিঙ্গেল বা যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বোচ্চ ৩ জনের জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি, চাইলে নমিনিও করতে পারেন।

আপনি চাইলে ৩ বছর বা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। ম্যাচুরিটির পর আপনি সেই অ্যাকাউন্ট বন্ধ করে ফের নতুন করে ফিক্সড ডিপোজিট করতে পারেন বা সম্পূর্ণ টাকা তুলে নিতে পারেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ফিক্সড ডিপোজিট করার পর ৬ মাসের আগে কখনোই আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে টাকা তুলতে পারবেন না।

টাকার পরিমাণ১ বছর২ বছর৩ বছর৫ বছর
১০,০০০ টাকা১০,৭১৮ টাকা১১,৪৮৯ টাকা১২,৩১৪ টাকা১৪,৪৯৯ টাকা
৫০,০০০ টাকা৫৩,৫৪০ টাকা৫৭,৪৪৪ টাকা৬১,৫৭২ টাকা৭২,৪৯৭ টাকা
১,০০,০০০ টাকা১,০৭,০৮১ টাকা১,১৪,৮৮৮ টাকা১,২৩,১৪৪ টাকা১,৪৪,৯৯৫ টাকা
২,০০,০০০ টাকা২,১৪,১৬১ টাকা২,২৯,৭৭৬ টাকা২,৪৬,২৮৮ টাকা২,৮৯,৯৯০ টাকা
৫,০০,০০০ টাকা৫,৩৫,৪০৩ টাকা৫,৭৪,৪৪১ টাকা৬,১৫,৭২০ টাকা৭,২৪,৯৭৪ টাকা

ম্যাচুরিটির আগেই যদি অ্যাকাউন্ট ক্লোজ করে দেন

আপনি যদি ছ’মাস থেকে ১ বছরের মধ্যে অ্যাকাউন্ট প্রিম্যাচিওর ক্লোজ করে ফেলেন সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই রেটে আপনি সুদ পাবেন। তবে খুব প্রয়োজন ছাড়া এই কাজ করবেন না কারণ ম্যাচুরিটির আগে যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে দেন সে ক্ষেত্রে আপনি আপনার পর্যাপ্ত সুদ পাবেন না।