বদলে গেল পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার নিয়ম, আর দাঁড়াতে হবে না লাইনে

বদলে গেল পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার নিয়ম। এবার থেকে যারা পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য চালু হলো নতুন একটি পদ্ধতি। যে দীর্ঘ পদ্ধতিতে এতদিন পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলতে হত, এখন তা অনেকটাই সহজ হয়েছে। যার ফলে অনেক উপকার পাবেন যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন। পোস্ট অফিসের এই নতুন নিয়ম সম্পর্কেই আর জানাবো আপনাদের।

How to Open a Post Office Account in 2025

২০২৫ সালের ২৩শে এপ্রিল থেকে একটি নতুন নিয়ম চালু হয়েছে পোস্ট অফিসে। এবার থেকে শুধু আধার কার্ড এবং আঙ্গুলের ছাপ দিয়েই পোস্ট অফিসের MIS, FD, NSS ও কিষান বিকাশ পত্রের অ্যাকাউন্ট খোলার আবেদন করতে পারবেন। আগে যেখানে দীর্ঘ ফরম পূরণ, জমা দেওয়ার স্লিপ, পরিচয় পত্রের জেরক্স দিয়ে অনেক জটিলতার মধ্যে দিয়ে অ্যাকাউন্ট খুলতে হত, সেই নিয়মটা এবার থেকে আর থাকছে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটালভাবে হবে। ফর্ম কিংবা স্লিপ জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।

Post Office

পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার নতুন নিয়ম

অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। তারপর সঞ্চয় প্রকল্পে অ্যাকাউন্ট খোলার আবেদন করতে হবে। পোস্ট অফিসের কর্মচারীরা আপনার আধার কার্ড স্ক্যান করবেন এবং আঙুলের ছাপ নেবেন। আপনার সমস্ত ডিজিটাল তথ্য তারা পেয়ে যাবেন। এরপর আপনি যত টাকা জমা দিতে চান জানান। পোস্ট অফিসের কর্মচারীরা আর একবার আঙ্গুলের ছাপ নেবেন এবং এরপরই নতুন অ্যাকাউন্ট খুলে যাবে।

কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন?

পোস্ট অফিস ডিজিটালাইজেশনের দিকে এক ধাপ এগোলেও পুরনো প্রক্রিয়া এখনো জারি থাকবে। যারা আগের মত ফরম জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্যও সেই ব্যবস্থা থাকবে। নতুন ডিজিটাল পদ্ধতিকে এখনও বাধ্যতামূলক করা হয়নি।

আরও পড়ুন : এগিয়ে আসছে শেষ দিন! বিনামূল্যে আধার কার্ডের ঠিকানা বদলান এইভাবে

Post Office

আরও পড়ুন : আধার, প্যান, রেশন কার্ড নয়! ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র তবে কোনটা?

নতুন নিয়মে অ্যাকাউন্ট খোলার সুবিধা

আধার কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খুললেও গ্রাহকের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত রাখার আশ্বাস দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। কোনও কাগজে আধার নম্বর ছাপা হলেও প্রথম আটটি অক্ষর হাইড করা থাকবে। নতুন পদ্ধতিতে যেমন পোস্ট অফিসের কর্মচারীদের কাজ কমবে, তেমনই গ্রাহকদের অনেক উপকার হবে। দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, সময় বাঁচবে। কাগজপত্র জমা দেওয়ারও কোনও ব্যাপার নেই। শুধু আধার কার্ড থাকলেই অ্যাকাউন্ট খোলা যাবে।

পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকার সুবিধা 

  • কোনও প্রাপ্তবয়স্ক, একক ভাবে বা যৌথভাবে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারে।
  • এই মুহূর্তে পোস্টে অফিসের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ মেলে। প্রত্যেক মাসের দশম শেষ দিনের ওপর ভিত্তি করে অ্যাকাউন্টে থাকা টাকার ওর সুদের হার নির্ধারিত হয়। অ্যাকাউন্টে যদি ৫০০ টাকার কম থাকে তবে, কোনও সুদ মিলবে না।
  • অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০ টাকা থেকে জমা করা যাবে এবং সর্বনিম্ন ১০ থেকে শুরু করে টাকা তোলা যাবে। সর্বোচ্চ টাকা তোলার কোনও উর্ধ্বসীমা নেই। টাকা তুললে অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ৫০০ টাকা কম হয়ে যায়, তবে টাকা তোলা যাবে না।
  • প্রত্যেক আর্থিক বছরের শেষে অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা থাকতে হবে নইলে ৫০ টাকা কেটে নেওয়া হবে। অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হয়ে গেলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
  • একটানা ৩ টি আর্থিক বছর ধরে অ্যাকাউন্টে থেকে যদি কোনও টাকা লেনদেন না হয় তবে তবে অ্যাকাউন্টটিকে ডমিন্যান্ট অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা হয়। পুনরায় এই অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কেওয়াইসি নথি জমা করতে হবে।
  • পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে চেকবুক, এটিএম কার্ড, নেট ও মোবাইল ব্যাঙ্কিং, আধার পরিষেবা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মতো সুযোগ সুবিধা পাওয়া যায়।