চারবার বিয়েতে মেলেনি সুখ, ৫ম বার বিয়ের পিঁড়িতে বসবেন এই টলিউড অভিনেত্রী

গ্ল্যামার দুনিয়াতে তারকাদের বহুবিবাহ কিংবা পরকীয়া, একাধিক সম্পর্ক এসব তো ঘটতেই থাকে। একের পর এক বিয়ে ভেঙে এবার আরও একবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি শুরু করেছেন টলিউডের জনপ্রিয় এক অভিনেত্রী। এর আগেই ৪টে বিয়ে সারা হয়ে গিয়েছে তার। কিন্তু কোনও বারই বিয়েতে তিনি দাম্পত্য সুখ পাননি। এবার নাকি তাই পঞ্চম বার বিয়ের পিঁড়িতে বসার তোড়জোড় শুরু করেছেন সেই অভিনেত্রী।

৫ম বার বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেত্রী

এই বিতর্কিত অভিনেত্রীর নাম পরীমণি। বাংলাদেশী এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কিছু কম নেই। শোনা যাচ্ছে পরীমণি নাকি আবার প্রেমে পড়েছেন। এই সুন্দরী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেদেশের গায়ক শেখ সাদী। রবিবার রাতে শেখ সাদীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একাধিক ছবি পোস্ট করা হয়। পরীমণির সঙ্গেই সেসব ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তিনি পরীর প্রতি তার ভালবাসার কথা জানিয়েছেন।

Pori Moni And Shiekh Sadi

খুল্লামখুল্লা প্রেম জানিয়ে কী লিখলেন শেখ সাদী

শেখ সাদী লিখেছেন, ”অন্য কোনও মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।” এই পোস্ট শেয়ার হতেই হুহু করে ছড়াতে থাকে সোশ্যাল মিডিয়াতে। প্রেমের জল্পনা থেকে ক্রমশ শুরু হয় বিয়ের জল্পনা। এর আগেই চার বার বিয়ে ভেঙেছে পরীমণির। তার একটি পুত্র সন্তানও আছে। বয়স তার এখন ৩৩ বছর। অন্যদিকে বাংলাদেশের তরুণ গায়ক শেখ সাদীর বয়স ২৮ বছর। তিনি এখনও বিয়ে করেননি।

জল্পনা ছড়াতেই বদলে গেল সুর

শেখ সাদীর পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন পরীমণি নিজেও। তিনি একটি পুতুলের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, “ওহ।” তবে এসব নিয়ে চর্চা তুঙ্গে উঠতেই আবার বদলেছেন শেখ সাদী। এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, ‘‘আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়। অত ভেবে আসলে লিখিনি। সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব।’’

আরও পড়ুন : দিব্যা ভারতীর প্রেমে পাগল ছিলেন! বিবাহিত হয়েও দিব্যাকে বিয়ে করতে চেয়েছিলেন এই সুপারস্টার

Pori Moni And Shiekh Sadi

আরও পড়ুন : এই জনপ্রিয় গায়ক ছিলেন শ্রেয়া ঘোষালের প্রেমিক! জানেন তিনি কে?

২০২২ সালে চতুর্থবার শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তারপরে তার কোল জুড়ে আসে ছেলে পদ্ম। কিন্তু ছেলের বয়স এক বছর হতে না হতেই তিনি ডিভোর্স দেন রাজকে। ২০২৪ সালে তিনি একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন। আপাতত দুই সন্তানকে নিয়েই তার সংসার। তবে নেটিজেনরা পরীমণির থেকে আরও একবার বিয়ের সুখবর শোনার অপেক্ষায় রয়েছেন।