Younger Mother Of Bengali Mega Serials : মায়ের মতো মধুর পৃথিবীতে আর কিছু হয় না- এ কথা আমরা মানি এক বাক্যে। প্রত্যেক সন্তানের কাছে মা পরম আশ্রয়স্থল। সেই মায়ের চিরন্তন রূপ পর্দায় খুব দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন অভিনেত্রীরা। যেমন টলিউড (Tollywood) -র ছোটপর্দায় এমন অনেক অভিনেত্রী আছে যাদের বয়স অনেক কম হওয়ার সত্বেও তারা পর্দায় খুন সুন্দর ভাবে সেই চরিত্র ফুটিয়ে তুলেছে। চলুন জেনে নিই সেই তালিকায় কোন কোন অভিনেত্রী আছে।
সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এ অভিনয় করে রাতারাতি তারকা হয়ে উঠেছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি দেব এর বিপরীতে সিনেমায় অভিনয় করছেন। কিন্তু এই অভিনেত্রীও মিঠাই ধারাবাহিকে দুটো সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। আর সেই সম্পর্কের রসায়ন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী।
মোহনা মাইতি (Mohana Maiti) : গৌরী এলো ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। জি বাংলার এই ধারাবাহিকে গৌরীকে দেখা যায় এক অন্যরূপে, শান্ত, স্নিগ্ধ অথচ অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা না হওয়া একটি মেয়ে। এছাড়াও তাকে এই ধারাবাহিকে মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। কিন্তু জানলে অবাক হবেন এই অভিনেত্রী এখন ক্লাস টেন এর স্টুডেন্ট।
আরাত্রিকা মাইতি (Aratrika Maity) : বড় হয়ে গিয়েছে মিতুলের মেয়ে গুগলি। এমনকি বিয়েও হয়ে গেছে আরিত্রিকার পর্দার মেয়ের। এছাড়াও তার একটি ছেলেও রয়েছে। কিন্তু বাস্তবে স্কুলের গণ্ডি এখনও পার হয়নি আরাত্রিকার। বর্তমানে সে দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাই বলা বাহুল্য এরকম একটি চরিত্রে অভিনয় করা আরিত্রিকার কাছে বেশ চ্যালেঞ্জিং।
দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) : টলিউডের এক অন্যতম অভিনেত্রী হয়ে উঠেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। খুব কম বয়সে সে অভিনয় জগতে পা রেখেছে। কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলো জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের রাসমণির চরিত্রে অভিনয় করে। আর এই ধারাবাহিকে অভিনেত্রীকে শুধু মা নয় দিদিমা, বড়মার চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে। স্কুলের ছাত্রী থাকা কালীন তিনি এই সব চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
আরও পড়ুন : বাস্তবেও বিবাহিত পুরুষের সঙ্গে সহ’বাস! ‘ঘরভাঙ্গানি’ মেয়ের মুখ দেখেন না ‘মিশকা’র মা
আরও পড়ুন : রাতারাতি বন্ধের মুখে এই ৫ জনপ্রিয় সিরিয়াল, দর্শকদের মাথায় হাত
শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) : এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বাজলো তোমার আলোর বেণু’-তে প্রধান চরিত্রে তার অভিনয় দেখেছেন দর্শক। এছাড়াও তার অভিনীত ধারাবাহিক গুলো হলো ধ্রবতারা, গুড্ডি। এই দুই ধারাবাহিকের সে মায়ের ভূমিকায় অভিনয় করেছে। যখন সে ধ্রুবতারা ধারাবাহিককে অভিনয় করছিলেন তখন তিনি স্কুল ছাত্রী ছিলেন। কিন্তু তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে নিজের বয়স বুঝতে দেননি।
আরও পড়ুন : মেঘ-ময়ূরীকেও দশ গোল দেবে ‘ইচ্ছে পুতুল’ নীলের স্ত্রী, দেখুন ছবি গ্যালারী