স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla), বাংলা সিরিয়াল মানেই দর্শকদের বিনোদনের অন্যতম বড় মাধ্যম। আর যাদের জন্য বাংলা সিরিয়ালগুলো এত বেশি প্রাণবন্ত হয়ে ওঠে তারা হলেন নায়িকারা। নায়িকানির্ভর এই সিরিয়ালগুলোতে নায়িকাদের বেতন যে সব থেকে বেশি হবে তা বলাই বাহুল্য। জগদ্ধাত্রী থেকে দীপা, পর্ণা, গুনগুন থেকে শিমুল, সিরিয়ালের নায়িকাদের মধ্যে কার পারিশ্রমিক সবথেকে বেশি?
১. পল্লবী শর্মা (Pallavi Sharma) : ‘কে আপন কে পর’ থেকে ‘নিম ফুলের মধু’, বাংলা সিরিয়ালের নায়িকা হিসেবে পল্লবী শর্মার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তিনি যখন অভিনয় জীবন শুরু করেন তখন তার পারিশ্রমিক ছিল নামমাত্র। প্রথম সিরিয়াল ‘কে আপন কে পর’ এর জন্য পল্লবী পেতেন মাসে মাত্র ২০ হাজার টাকা। এখন নাকি ‘নিম ফুলের মধু’র পর্ণা চরিত্রটির জন্য মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী।
২. শোলাঙ্কি রায় (Solanki Roy) : অভিনেত্রী শোলাঙ্কি রায় গাঁটছড়াতে খড়ি চরিত্রে অভিনয় করেছিলেন। তার আগে ‘ইচ্ছেনদী’, ‘প্রথমা কাদম্বিনী’ সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেন তিনি। বাংলা সিরিয়ালের সেরা নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। ‘গাঁটছড়া’র জন্য তিনি মাসে ৩ লক্ষ ৬০ হাজার টাকা বেতন পেতেন।
৩. তৃণা সাহা (Trina Saha) : বহুদিন হয়ে গিয়েছে বাংলা সিরিয়ালে আর দেখা যাচ্ছে না তৃণাকে। ‘কলের বউ’, ‘খোকাবাবু’, ‘খড়কুটো’ থেকে ‘লাভ বিয়ে আজকাল’ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তৃণার। সিরিয়াল পিছু এখন কয়েক লক্ষ টাকা পারিশ্রমিক পান তিনি।
৪. অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) : জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিকের এটাই প্রথম সিরিয়াল। শুরুর দিকে তার পারিশ্রমিক ছিল মাসে ৭০ হাজার টাকা। কিন্তু দিনে দিনে সিরিয়ালটির জনপ্রিয়তা বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অঙ্কিতার পারিশ্রমিক। এখন তার পারিশ্রমিক লক্ষ টাকা অতিক্রম করে গিয়েছে।
৫. মানালি দে (Manali Dey) : ‘বউ কথা কও’ থেকে ‘কার কাছে কই মনের কথা’, অভিনেত্রী মানালি দে-ও বাংলা সিরিয়ালের একজন বড় অভিনেত্রী। ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের শিমুল চরিত্রটির জন্য তিনি মাসে ২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
৬. অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) : ‘জল নূপুর’, ‘পুন্যি পুকুর’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘জল থৈ থৈ ভালোবাসা’ খ্যাত অভিনেত্রী অপরাজিতা মাসে ৪৫ হাজার টাকা বেতন পান।
৭. স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) : ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের দীপা ওরফে স্বস্তিকা ঘোষ বর্তমানে তার চরিত্র জন্য মাসে ২ লক্ষ ১০ হাজার টাকা পারিশ্রমিক পান।
৮. রূপা গাঙ্গুলী (Roopa Ganguly) : তবে বাংলা সিরিয়ালের সব নতুন প্রজন্মের অভিনেত্রীদের কিন্তু পেছনে ফেলে দিয়েছেন রূপা গাঙ্গুলী। স্টার জলসার ‘মেয়েবেলা’ সিরিয়ালের জন্য তাকে মাসে ৯ লক্ষ টাকা করে দেওয়া হত।