শুরুতেই মিঠাইয়ের কপি, মিঠাইকে নকল করায় ‘ফুলকি’র উপর চটলেন দর্শকরা

সিরিয়াল শেষ হয়েছে এক সপ্তাহ আগে, তবে বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছে এখনও মিঠাই (Mithai) হল আবেগ। টিভির পর্দার ইতিহাসে কোনও ধারাবাহিকের প্রতি দর্শকদের অনুরাগের এমন নজির বিরল। মিঠাই টানা আড়াই বছর ধরে একইরকম ক্রেজ বজায় রাখতে পেরেছে দর্শকমহলে। তাই এই সিরিয়ালের নকল কিংবা এই সিরিয়ালের গল্প চুরি করে অন্য কোনও সিরিয়াল তারা দেখতে চান না।

মিঠাই শেষ হওয়ার আগেই তার সেট থেকে শুরু করে পরিচালক এমনকি ক্যামেরাম্যানকেও‌ কেড়ে নেয় ফুলকি (Phulki) নামের নতুন সিরিয়ালটি। তবে নতুনকে জায়গা করে দিতে হলে পুরনোকে তো সরে যেতেই হয়। বিশেষ করে মিঠাইয়ের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের পরিচালনা যেহেতু তাই ফুলকিকে নিয়েও আশাবাদী ছিলেন দর্শকরা। তবে প্রথম কয়েকটি এপিসোড দেখেই তাদের মাথায় হাত পড়েছে।

PHULKI SERIAL

দর্শকদের দাবি শুরু থেকেই ফুলকি নাকি মিঠাইকে নকল করছে। এই দাবি ঘিরে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভে ফুঁসছেন তারা। মিঠাইয়ের মত করেই কোমরে হাত দিয়ে ফুলকিকে দাঁড়াতে দেখে ভীষণ চটে গিয়েছেন মিঠাই ভক্তরা। সোশ্যাল মিডিয়াতে এমন একটি পোস্ট করেন জনৈক মিঠাই ভক্ত। যেখানে দুই নায়িকাকে একইভাবে দাঁড়াতে দেখা যাচ্ছে।

যে ছবি দুটি শেয়ার করা হয়েছে সেখানে মিঠাই এবং ফুলকিকে একইভাবে দাঁড়াতে দেখা যাচ্ছে। ছবি দুটি শেয়ার করে ওই নেটিজেন লিখেছেন, ‘‘মিঠাইকে কপি করলেই কি আর মিঠাই হওয়া যায়?’’ দর্শকদের প্রতিক্রিয়া উপচে পড়ছে এই পোস্টের কমেন্ট বক্সে। তবে শুধু দাঁড়ানোর স্টাইল নয়, ফুলকির গল্পের সঙ্গেও মিঠাইয়ের গল্পের মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা।

MITHAI AND PHULKI

কেউ লিখছেন, মিঠাইতে সিড রাগী ছিল। আর মিঠাই ছিল ডানপিটে, সেটাও কপি করেছে ফুলকি। সবকিছুই ভেতরে ভেতরে কপি হচ্ছে। তবে ফুলকি যতই কপি করুক, মিঠাইয়ের জায়গা কেউ নিতে পারবে না। নতুন সিরিয়ালকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে উঠছে সমালোচনার ঝড়। যদিও অপরপক্ষের প্রশ্ন, এইভাবে দাঁড়ানোর স্টাইলটা কি মিঠাই আবিষ্কার করেছিল?

PHULKI SERIAL

আরও পড়ুন : সিরিয়ালে দুটো বউ হলে TRP ওঠে, ‘দর্শকরা মেয়েদেরই দুঃখ দেখতে চান’, আক্ষেপ খেয়ালীর

১২ ই জুন থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটার সময় সম্প্রচারিত হচ্ছে ফুলকি সিরিয়ালটি। মিঠাই শেষ হওয়ার পর মিঠাইয়ের জায়গাতেই আনার কথা ছিল এই সিরিয়ালটিকে। কিন্তু টিআরপির কথা ভেবে ফুলকিকে আনা হল প্রাইম টাইমে। অর্থাৎ গৌরী এলোকে সরিয়ে সেই জায়গা নিল ফুলকি। আর গৌরী এলোকে মিঠাইয়ের স্লটে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : একা মিঠাই নয়, এই মাসেই বন্ধের মুখে জনপ্রিয় আরও ৬ বাংলা সিরিয়াল