পিয়ালী শাসমল, বর্তমানে বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। স্টার জলসা, জি বাংলা মিলিয়ে বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। পার্শ্ব চরিত্র হলেও পিয়ালীর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে বারবার। তবে অভিনেত্রীর বাস্তব জীবনের গল্পটাও কিন্তু সিরিয়ালের গল্পের থেকে কম নয়। সেখানেও সিরিয়ালের গল্পের নায়িকার মত রয়েছে প্রচুর স্ট্রাগল।
মাকে নিয়ে কেন রাস্তায় রাত কাটিয়েছিলেন পিয়ালী
মালদার মেয়ে পিয়ালী জন্মেছেন একটি সাধারণ পরিবারে। পড়াশোনার জন্য তিনি কলকাতা এসেছিলেন। তবে তার এই জার্নিটা মোটেই সহজ ছিল না। বিশেষ করে তার পরিবার কখনো তার পড়াশোনা এবং অভিনয়কে সাপোর্ট করেনি। বলতে গেলে একপ্রকার পরিবারের বিরুদ্ধে গিয়েই তিনি এই পথে এসেছিলেন। পাশে পেয়েছিলেন শুধু তার মাকে। কলকাতায় এসে মাথা গোঁজার আশ্রয় ছিল না তাদের। তখন এক পিসির বাড়িতে উঠেছিলেন। কিন্তু কিছুদিন পর তারাও তাদের বাড়ি থেকে বের করে দেন।
পিসির বাড়িতে দুদিন কাটানোর পরপরই পিয়ালী এবং তার মাকে জানিয়ে দেওয়া হয় তাদের আর এখানে থাকা চলবে না। এমনকি এও বলা হয় মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। তাই তার আর পড়াশোনার প্রয়োজন নেই। কিন্তু বেঁকে বসেছিলেন পিয়ালী। আর এর জন্য তাকে এবং তার মাকে কম অপমান সহ্য করতে হয়নি। শুধুমাত্র মেয়েকে পড়াশোনা এবং অভিনয়ের জন্য সমর্থন করছেন বলে পিয়ালীর মার গায়ে হাত তোলা হয়েছিল। মাকে নিজের চোখের সামনে নির্যাতনের শিকার হতে দেখেছিলেন তিনি।
এরপর মাকে নিয়ে পিয়ালী পিসির বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। কিন্তু সেই সময় তাদের যাওয়ার কোনও জায়গা ছিল না। একদিন রাতে একরাশ অপমান মাথায় নিয়ে মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়াতে হয়েছিল পিয়ালীকে। আর এরপরই তার জীবনের বড় পরিবর্তন আসে। তখন হোস্টেলে থেকে পড়াশোনা শুরু করেন পিয়ালী। সেই সঙ্গে অভিনয়ের জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকেন। মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তারপর ধীরে ধীরে তিনি সিরিয়ালে কাজের সুযোগ পান।
আরও পড়ুন : ছেলেকে স্তন্যপান নয়! কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন মানসী সেনগুপ্ত?
View this post on Instagram
আরও পড়ুন : নায়িকা থেকে দুঁদে খলনায়িকা! রূপকথার থেকে কম নয় শার্লি মোদকের অভিনয় জীবন
পিয়ালী শাসমল অভিনীত সিরিয়াল
সাঁঝের বাতি, গাঁটছড়া, সাহেবের চিঠি, তুমি যে আমার মা, খেলনা বাড়ির মত একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন পিয়ালী। বর্তমানে তাকে ফুলকি সিরিয়ালে ধানুর ভুমিকাতে দেখা যাচ্ছে। পার্শ্বচরিত্র হলেও প্রত্যেকটি সিরিয়ালে তার চরিত্রের বেশ গুরুত্ব থাকে। কোথাও তাকে দেখা যায় পুলিশের ভূমিকায়, কোথাও তিনি উকিল। ফুলকিতেই যেমন তাকে উকিলের মতো একটি শক্তিশালী চরিত্র দেখানো হয়েছে।