হুড়হুড় করে বাড়বে টিআরপি! জি বাংলার এই সিরিয়ালে অভিনয় করবে ফুগলা

সোশ্যাল মিডিয়ার দৌলতে ফুগলাকে বর্তমানে সকলেই চেনেন। আন্টির কাছে পড়াশোনা করতে গিয়ে তার কিছু মজার ভিডিও লকডাউনের সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এরপর ফুগলার একের পর এক মজার মজার ভিডিও আসতেই থাকে যেগুলো তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল। সেই ফুগলা এখন সোশ্যাল মিডিয়ার গন্ডি পেরিয়ে ঢুকে পড়েছে টিভির পর্দাতেও। এবার থেকে জি বাংলায় নতুন একটি সিরিয়ালে শিশু শিল্পী হিসেবে অভিনয় করবে সে।

ফুগলার নতুন বাংলা সিরিয়াল

ফুগলার অবশ্য বাংলা সিরিয়ালে অভিষেক হয়েছে বেশ কিছু সময় আগে। স্টার জলসার হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে কিছুদিন অভিনয় করেছিল সে। এবার তাকে জি বাংলাতে নতুন সিরিয়াল দুগ্গামণি ও বাঘমামাতে দেখা যাবে। সাম্প্রতিক এপিসোডে টিভির পর্দায় ধরাও দিয়েছে সে। ছোটদের নিয়ে এই সিরিয়ালে রাধিকা কর্মকারের পাশাপাশি খুদে শিল্পী হিসেবে ফুগলাও জায়গা করে নিল।

 Duggamoni O Bagh Mama

জি বাংলার দাদাগিরি, ডান্স বাংলা ডান্সেও এর আগে ফুগলাকে দেখা গিয়েছে। তবে সিরিয়াল হিসেবে এটাই তার কাছে জি বাংলায় প্রথম সুযোগ। দুগ্গামণি ও বাঘমামায় মানালি মনীষা দে, রাহুল বসু, রাধিকা কর্মকার, সোহাগ সেন সহ অনেকেই অভিনয় করছেন। প্রধানত শিশুদের নিয়েই এই সিরিয়াল। মুখ্য চরিত্র অর্থাৎ দুগ্গামণি হিসেবে অভিনয় করছে রাধিকা, যাকে এর আগে জি বাংলাতেই কে প্রথম কাছে এসেছি সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা।

আরও পড়ুন : বদলে গেল আনন্দীর টাইম স্লট! বন্ধের মুখে জি বাংলার কোন সিরিয়াল?

Phugla

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের ফিরছেন সবার প্রিয় ‘রামকৃষ্ণ’! থাকবেন এই সিরিয়ালে

৩ রা মার্চ থেকে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত্রে সাড়ে নটার সময় সম্প্রচারিত হবে এই সিরিয়ালটি। সাড়ে নটা থেকে রাত সোওয়া দশটা পর্যন্ত ৪৫ মিনিট করে সম্প্রচার হবে সিরিয়ালটি। গল্পের প্রধান আকর্ষণ যেমন রাধিকা, তেমন ফুগলাও। এখানে রাধিকার ভাইয়ের ভূমিকায় অভিনয় করবে ফুগলা। শুরু থেকেই নিজের অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছে সে। তাকে এই সিরিয়ালে দেখে খুবই খুশি নেট নাগরিকরা।