সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ (Pathaan) ছবিটি কার্যত মুক্তির পর থেকে বক্স অফিস কালেকশনের নিরিখে একেক দিনে ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাচ্ছে। ছবিটি মাত্র চার দিনের মাথাতেই ৪০০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে। বলিউড (Bollywood) নিয়ে এতদিন যারা সমালোচনা করে এসেছেন তারাও বাধ্য হচ্ছেন ‘পাঠান’ ছবিটির এবং এই ছবির কলাকুশলীদের প্রশংসা করতে। অভিনয়ে সবাই সবাইকে টেক্কা দিচ্ছেন, তবে তাদের পড়াশোনার দৌড় কতটা জানেন? জেনে নিন পাঠান তারকাদের শিক্ষাগত যোগ্যতা (Pathaan Actors Educational Qualification)।
শাহরুখ খান (Shah Rukh Khan) : বলিউডের অন্যতম সেরা অভিনেতা শাহরুখ। ৬০ পেরিয়েও তিনি তার স্ক্রিন প্রেজেন্সে হলে ঝড় তুলতে পারেন আজও। দিল্লির সেন্ট কলম্বো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে স্নাতক হয়েছিলেন। এরপর জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশনে মাস্টার্সের জন্য ভর্তি হয়েছিলেন কিন্তু পড়াশোনা শেষ করে উঠতে পারেননি তিনি।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : দীপিকার বাড়ি বেঙ্গালুরুতে। তিনি সেখানে স্কুলের পড়াশোনা করেছিলেন। দীপিকা বেঙ্গালুরুর সোফিয়া হাইস্কুলে পড়তেন। ব্যাঙ্গালোরের মাউন্ট কারমেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করে দীপিকা সমাজবিজ্ঞানে বি.এ করেন। তারপর উচ্চতর শিক্ষার জন্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন।
আশুতোষ রানা (Asutosh Rana) : আশুতোষ রানা ছিলেন বলিউডের একজন নামকরা ভিলেন। তিনি মধ্যপ্রদেশের গদারওয়ারার একটি স্কুল থেকে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিকের পর তিনি মধ্যপ্রদেশের ডঃ হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এই ছবিতে কর্নেল সুনীল লুথরার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
জন আব্রাহাম (John Abraham) : জন আব্রাহাম মুম্বাইয়ের ওরলি বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করতেন। ছোটবেলায় তিনি পড়াশোনাতে খুবই মেধাবী ছিলেন। কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতেন তিনি। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন জন। এরপর তিনি মুম্বাই এডুকেশনাল ট্রাস্ট থেকে এমবিএ করেন।
ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) : ডিম্পল কাপাডিয়া একসময় বলিউডের নামকরা নায়িকা ছিলেন। ৬৫ বছর বয়সে ‘পাঠান’ ছবিতে অভিনয় গুণে তিনি ছাপ ফেলে দিয়েছেন। মুম্বাইয়ের সেন্ট জোসেফ কনভেন্ট হাইস্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর মাত্র ১৬ বছর বয়সে ববি ‘ববি’ দিয়ে শুরু হয় তার বলিউড যাত্রা।