এই রাজস্থানি রাজপ্রাসাদে বসবে রাঘব-পরিনীতির বিয়ের আসর! আয়োজন দেখলে ঘুরে যাবে মাথা

Parineeti Chopra And Raghav Chadha`s Wedding Date And Venue Revealed : রাজনীতিবিদ (Politician) এবং বলিউড (Bollywood) তারকাদের প্রেমকাহিনি নতুন নয়। তবে বর্তমানে যাদের প্রেমকাহিনি চর্চার কেন্দ্রে, তারা হলেন রাজনীতিবিদ রাঘব চড্ডা (Raghav Chadha) এবং অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। খুব শীঘ্রই চারহাত এক হতে চলেছে তাদের। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে তাদের বিয়ের কার্ড থেকে বিয়ের থিম। চলুন জেনে নিই এই জুটি সাতপাকে বাঁধা পড়ছে কবে? আর কোথায় হবে এই বিয়ে?

পরিণীতি চোপড়া আর রাঘব চড্ডার বিয়ে এখন টক অফ দ্যা টাউন। পরিণীতি আর রাঘবের প্রতিটি মুভমেন্টের ওপর অলওয়েস নজর রাখছে সেলেব পাপারাৎজিরা। কয়েকদিন আগেই অভিনেত্রীর রিং ফিঙ্গারে আবার সিলভার ব্যান্ডও নজরে এসেছে সেলেব প্যাপেদের। ১৩ মে দিল্লির কাপুরথালা ভিলায় বাগদান সম্পন্ন হয়েছিল পরিণীতি এবং রাঘবের। সেই থেকেই তাঁদের গাঁটছড়া বাঁধার গুঞ্জন চলছে। আর এবার সম্মুখে এলো পরিণীতা আর রাঘবের বিয়ের কার্ড।

Raghav Chadha And Parineeti Chopra

যতই দুনিয়া থেকে নিজেদের লাভলাইফ আড়াল করে রাখুক না কেন, অবশেষে তাদের ছাদনাতলায় বসার সুখবর প্রকাশ্যে চলে এসেছে। আগামী ২৪ সেপ্টেম্বর চারহাত এক হতে আপ সাংসদ এবং বলিউড তারকার। আর সেই অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকায় দেখা যাবে রাজনীতি এবং বলিউডের মিশেল। অতিথি তালিকা অনেক লম্বা। এমনকি সেই তালিকাতে নাম আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। হলদি, মেহেন্দি, সঙ্গীতের পর আগামী ২৪ সেপ্টেম্বর বিয়ে। উদয়পুরের বিলাসবহুল হোটেলে বসবে রাঘব-পরিণীতির বিয়ের আসর। ৮ দিন ব্যাপী তাদের বিবাহ অনুষ্ঠান চলবে। তারপর গুরুগ্রামের হোটেলে তাদের রিসেপশনের আয়োজন করা হয়েছে। ২০০ অতিথির ব্যবস্থা করা হয়েছে। যেখানে থাকছে ৫০ VVIP। বুকিং হওয়ার পর থেকেই এই দুই হোটেলে ব্যস্ততা তুঙ্গে।

Raghav Chadha And Parineeti Chopra

২৩ সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে, সকাল থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। দুপুরে অতিথি-অভ্যাগতদের স্বাগত জানাতে এলাহী খাবারের আয়োজন করা হয়েছে। সন্ধ্যার দিকে বলরুম লাগোয়া খোলা ছাদে হবে পরিণীতির চূড়া অনুষ্ঠান। ২৪ সেপ্টেম্বর সকালে রাঘবের সেহেরাবন্দীর অনুষ্ঠান হবে। এরপর তাজ হোটেল লাগোয়া লেক-এ বরযাত্রীর বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। দুপুর ৩টে ৩০ মিনিটে বরমালার অনুষ্ঠান হবে। বিকেল ৪টেয় সাত পাকে বাঁধা পড়বেন রাঘব পরিণীতি। সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে পরিণীতির বিদায় অনুষ্ঠান হবে।

আরও পড়ুন : ‘ব্রহ্মাস্ত্র’ থেকে ‘জওয়ান’! মাত্র ১৮ বছরেই বলিউড কাঁপাচ্ছেন এই অভিনেত্রী

Raghav Chadha And Parineeti Chopra

আরও পড়ুন : প্রথম ব্যবহারেই দাগছোপ হবে দূর, কফি ফেসিয়াল এইভাবে করলে কাঁচের মত চকচক করবে ত্বক

জানা গেছে বাগদানের মত পরিণীতা আর রাঘবের বিয়েও হবে পুরোপুরি সাদা থিমে। বিয়ের গোটা ভেনু সাজানো হবে সাদা আর সোনালী দিয়ে। এমনকি বড় কনের পোশাকও হবে সাদা। তবে থাকবে বেশ কিছু নিয়মের ঘেরাটোপ। যা মেনেই বিবাহ আসরে সকলকে প্রবেশ করতে দেওয়া হবে। হোটেলের তরফ থেকেই বেশ কিছু বিধি নিষেধ লাঘু থাকবে বলেও মিলছে খবর।