অবশেষে বিয়ে সম্পন্ন হলো বলিউড (Bollywood) -র পরিণীতি চোপড়া (Parineeti Chopra) -র। রবিবার রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ের মাধ্যমে মিস্টার অ্যান্ড মিসেস হলেন রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়া। উদয়পুরের লীলা প্যালেসে বিয়ের আসর বসেছিল। বলিউড ও রাজনৈতিক জগতের বহু খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।
পিচোলা হ্রদের ধারে অবস্থিত তাজ লীলা প্যালেসকে বিয়ের মূল ভেন্যু হিসাবে বেছে নিয়েছিলেন যুগল। এদিন পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে দুজনের। তার আগে দুপুর ১টা নাগাদ নৌকায় করে ব্যান্ড বাজা বারাত নিয়ে বরবেশে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন রাঘব চাড্ডা। বরযাত্রী হিসেবে তার ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
সদ্য বিবাহিত দম্পতির বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এই রঙের পোশাকে সেজেছিলেন। এই তাজ লেক প্যালেস মুঘল আমলের স্থাপত্য। এটি পিচোলা লেকের একেবারে মাঝখানে অবস্থিত। আর এখানে যাতায়াতের জন্য জলপথই ভরসা। এখানে ১৮ টি স্যুট রয়েছে ৬৫ টি বিলাসবহুল ঘর রয়েছে। এছাড়াও রয়েছে স্পা, রাজস্থানী নাচ গানের ব্যবস্থাও।
এই হোটেলের এক রাতের ঘর ভাড়া শুরু হচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা থেকে। প্রত্যেকটি ঘরের ভিউই খুব সুন্দর। আর এই গোটা হোটেল অতিথি দের জন্য ৮০ টি ঘরই ভাড়া নেওয়া হয়েছে হয়েছিল। আর এদিন চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।।
করণ জোহর, মণীশ মালহোত্রা, হরভজন সিং, অর্জুন কাপুর, আদিত্য ঠাকরে-সহ আরও অনেকে রবিবার দুপুর দুপুর উদয়পুর পৌঁছে গিয়েছিলেন। অন্যদিকে পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস এই শুভদিনে হাজিরা দিতে পারেননি। এদিকে অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানকে দেখা গিয়েছে অনুষ্ঠানে। যুব সেনার আদিত্য ঠাকরেরাও উদয়পুরে রয়েছেন এবং রাঘব চাড্ডার বারাতে অংশ নিয়েছিলেন। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংও বরের পক্ষ থেকে অতিথিদের মধ্যে রয়েছেন।
আরও পড়ুন : দেশের সবথেকে সুন্দরী IPS অফিসার, যার রূপ দেখলে লজ্জা পাবে বলিউড নায়িকারাও
View this post on Instagram
আরও পড়ুন : বারবার ভেঙেছে প্রেম, কীভাবে রাজনীতিবিদ রাঘবের প্রেমে পড়লেন পরিণীতি?
শোনা যাচ্ছে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির গানে পরিণীতির বিদাই হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া বা নিক না আসলেও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর মা ডাঃ মধু চোপড়া। বিয়ের পর তারপর সাড়ে আটটা নাগাদ হবে জমকালো রিসেপশন। থিমের নাম ‘আ নাইট অফ আমোর’। উল্লেখ্য, ‘আমোর’ শব্দের অর্থ ভালোবাসা। দিল্লিতে প্রি-ওয়েডিং পার্টি সুফি-নাইট দিয়ে পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়।