শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু অমর সৃষ্টি নিয়ে ছবি কিংবা সিরিয়াল আগেও হয়েছে। এবার ওয়েব সিরিজের আকারে আসতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘পরিণীতা’ (Parineeta)। গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) এবং দেবচন্দ্রিমা সিংহ রায়ের (Debchandrima Singha Roy) জুটিতে এবার এই সিরিজ দেখবেন হইচই প্ল্যাটফর্মে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার।
আগামী ১৫ই আগস্ট হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে নতুন এই ওয়েব সিরিজ ‘পরিণীতা’। প্রায় ৫৫ বছর পর ‘পরিণীতা’কে নিয়ে আবার কোন বাংলা প্রজেক্ট আসতে চলেছে। এর মাঝে অবশ্য ২০০৫ সালে বলিউডে হিন্দি সিনেমার আকারে শরৎচন্দ্রের এই কালজয়ী উপন্যাস দেখানো হয়েছিল। এবার এই প্রথম ওয়েব সিরিজ আকারে মুক্তি পেতে চলেছে উপন্যাসটি।
‘পরিণীতা’ ওয়েব সিরিজের পরিচালনা করেছেন অদিতি রায়। মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবন্দ্রিমা সিংহ রায়, গৌরব চক্রবর্তী এবং অর্পণ ঘোষাল কে। প্রেম, পরিত্যাগ, প্রতিহিংসার সঙ্গে দেশাত্মবোধের মিশেল রয়েছে সম্পূর্ণ উপন্যাস জুড়ে। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন হইচই প্ল্যাটফর্মের তরফ থেকে এই উপহার থাকবে।
এই সিরিজে নায়িকা ললিতার চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। শেখরের চরিত্রে রয়েছেন গৌরব চক্রবর্তী। গিরিশের ভূমিকায় রয়েছেন অর্পণ ঘোষাল। ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘এক কালজয়ী গল্পের প্রেমিক যুগল ফিরছে। ফের একবার ভালবাসার অর্থ সবাইকে মনে করিয়ে দিতে।’’
আরও পড়ুন : চোখের বালির বিনোদিনী এখন কোথায়? অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেত্রী?
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! দেখুন প্রসেনজিতের নতুন সিরিয়ালের প্রোমো
ট্রেলার দেখে সোশ্যাল মিডিয়াতে কেউ লিখছেন, “একে তো শেখর, তার ওপর গিরিন। কাকে ছেড়ে কাকে দেখব।” কেউ লিখছেন, “অনেককে যোগ্য জবাব দেবে দেবচন্দ্রিমা এই ললিতার চরিত্রে অভিনয় করে।” আবার একজন লিখছেন, “আশা করবো গল্পের মত এই সিরিজটাও ভীষণ প্রিয় হয়ে থেকে যাবে।’’ কারো কারো আবার ট্রেলার পছন্দ হয়নি। সে কথাও তারা জানাচ্ছেন।
View this post on Instagram