বর্তমানে বাংলা সিরিয়ালের বেঙ্গল টপার নায়িকা তিনি। নবাগতা হয়েও পল্লবী শর্মা, অঙ্কিতা মল্লিকদের মত পোড় খাওয়া নায়িকাদের পেছনে ফেলে দিয়েছেন ঈশানী চ্যাটার্জী। ফুলকি, জগদ্ধাত্রী, পর্ণা, ওদিকে স্টার জলসার কথা, গীতা সবাইকে হারিয়ে জি বাংলার পরিণীতা সিরিয়ালের পারুল রয়েছে এখন এক নম্বরে। বর্তমানে দর্শকদের চোখের মণি তিনি। কিন্তু কে তার মনের মানুষ জানেন? বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন রায়ানের পরিণীতা?
কার সঙ্গে প্রেম করছেন পরিণীতা সিরিয়ালের পারুল?
পরিণীতা সিরিয়ালে উদয় প্রতাপ সিংয়ের বিপরীতে অভিনয় করছেন ঈশানী। উদয়ের সঙ্গে তার জুটিটা দর্শকরা বেশ পছন্দ করছেন। পর্দায় এখনো অবশ্য নায়ক ও নায়িকার প্রেমের পর্যায় আসেনি। রায়ান এবং পারুল এখনও একে অপরের শত্রু। তবুও টেলিভিশনের পর্দায় উদয় এবং ঈশানীর জুটি এখন থেকেই ব্যাপক হিট। তবে বাস্তবে দুজনেরই মনের মানুষ আলাদা। উদয় বিবাহিত, বিয়ে করেছেন অনামিকা চক্রবর্তীকে। আর ঈশানী? না, তিনি বিবাহিত নন। তবে মনের মানুষ রয়েছে তারও।
প্রকাশ্যেই প্রেমিকের কথা জানালেন ঈশানী
সদ্য ভেলেন্টাইন্স ডে গিয়েছে। টলিউডের নায়ক এবং নায়িকারাকে কার সঙ্গে প্রেম দিবস পালন করলেন সেই সম্পর্কে জানার আগ্রহ থাকে সাধারণের। একইভাবে ঈশানীর বাস্তব জীবনের প্রেমিকের কথাও জানতে চাওয়া হয়েছিল একটি সাক্ষাৎকারে। কিন্তু প্রেমিকের কথা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী। তিনি জানিয়েছেন প্রেমিকের জন্য তিনি চকলেট এবং ফুল পাঠিয়েছেন। এবার তার প্রেমিকের কথা জেনে যাবে সবাই।
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘মার্ডার ৩’ নায়িকা? কেন তিনি ছেড়ে দিলেন অভিনয়?
আরও পড়ুন : ডিভোর্সের পর বাঙালি ‘হটবম্ব’কে বিয়ে! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন এই বলিউড অভিনেতা
আগামী দিনে কী কী ঘটবে পরিণীতার গল্পে?
প্রেমের এই মরশুমেও কিন্তু রায়ন এবং পারুল একে অপরের প্রেমে পড়বে না। এই প্রসঙ্গে উদয় প্রতাপ সিং বলেছেন নায়ক এবং নায়িকার প্রেমে পড়তে এখনও বেশ খানিকটা সময় লাগবে। তবে পরিণীতাতে আগামী দিনে আরও বেশ কিছু চমক আসবে। তার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের। পর্দায় কেমিস্ট্রি যেমনি হোক না কেন, বাস্তবে কিন্তু ঈশানী এবং উদয় খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। উদয় এলেই মেতে থাকে সেট। উদয় না এলে হাসি-ঠাট্টা অনেক কম হয়।