পরমব্রত চ্যাটার্জী, এই নাম আর নয়। এবার নিজের আসল নামটাই বদলে ফেলবেন টলিউড অভিনেতা পরমব্রত। তিনি নাকি প্রচন্ড বিরক্ত। আর সেই কারণেই নিজের নাম বদলানোর ভাবনা এসেছে তার মাথায়। কেন হঠাৎ নিজের নাম বদলানোর চিন্তা এল পরমব্রতর? নিজের জন্য কোন নতুন নাম ভেবে রেখেছেন তিনি? কেনই বা তিনি বিরক্ত এত? জানালেন নিজের মুখেই।
কেন নাম পাল্টাতে চান পরমব্রত চ্যাটার্জী?
সম্প্রতি মুক্তি পেয়েছে নীরাজ পান্ডের খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। এই সিনেমাতে বাংলার বহু অভিনেতা রয়েছেন। পরমব্রত এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকাতে অভিনয় করেছেন। প্রত্যেকবারের মত এবারও তার অভিনয় দেখে দর্শকরা খুবই মুগ্ধ। কিন্তু ঠিক ততটাই বিরক্ত পরমব্রত নিজে। বারবার ঘুরেফিরে এমন পুলিশ অফিসারের ভূমিকাতে অভিনয় করতে মোটেই ভাল লাগছে না তার। সেই কারণেই নাকি তিনি নিজের নাম বদলাতে চান।
নতুন কোন নাম নিতে চান পরমব্রত?
সম্প্রতি খাকির আনুষ্ঠানিক লঞ্চে উপস্থিত হয়ে পরমব্রত বলেন যদি কেউ এবার তাকে আর একবার কোনও পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য বলেন তাহলে নিজের নামটাই তিনি বদলে ফেলবেন। সেই সঙ্গে নতুন নাম কী রাখবেন সেটাও তিনি ঠিক করে ফেলেছেন। তিনি নিজের নাম রাখবেন ইফতিকার। ইফতিকার হলেন সেই অভিনেতা যাকে সিনেমার পর্দায় বহুবার পুলিশ অফিসারের ভূমিকায় দেখেছেন দর্শকরা।
আরও পড়ুন : বন্ধুর ‘বউ চুরি’ করে বিয়ে! অবিরাম কটাক্ষে অবশেষে মুখ খুললেন পরমব্রত চ্যাটার্জী
আসলে নিজের নাম বদলানোর কথাটা মজা করেই বলেছেন তিনি। একইসঙ্গে বুঝিয়ে দিয়েছেন একই ধরনের পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে করতে তিনি ঠিক কতটা ক্লান্ত এবং বিরক্ত বোধ করছেন। এরপর আর কোনদিনই সিনেমার পর্দায় পুলিশ অফিসার হয়ে ধরা দিতে চান না পরমব্রত।