বিয়ের দু’ বছরের মধ্যেই এল সুখবর। সন্তান আসছে টলিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জী এবং তার স্ত্রী পিয়া চক্রবর্তীর কোলে। ২০২৩ সালে নভেম্বর মাসে পিয়া এবং পরমব্রতর বিয়ে হয়। ২০২৫ এর শুরুতেই সন্তান আগমনের সুখবর শোনালেন অভিনেতা। প্রেম দিবসে সবাই যখন উৎসবে মাতোয়ারা, তখন সোশ্যাল মিডিয়াতে এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরমব্রত ও পিয়া।
পরমব্রত চ্যাটার্জী এবং পিয়া চক্রবর্তীর বিয়ে
২০২৩ সালে টলিউডের সব থেকে চর্চিত বিয়ে ছিল পরম এবং পিয়ার বিয়ে। হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। যদিও গুঞ্জন অনেক আগে থেকেই ছিল তাদের এই সম্পর্ক নিয়ে। বন্ধু অনুপম রায়ের স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রতর আলাপ বহুদিনের। কয়েক বছর আগেই অনুপম এবং পিয়ার বিয়েটা ভাঙ্গে। পরমের সঙ্গে পিয়ার সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে অনেকে অভিনেতাকেই এই বিয়ে ভাঙ্গার জন্য দায়ী করেন। তবে এসব সমালোচনাকে বিশেষ পাত্তা দেননি দুজনে।
সুখবর শোনালেন পরম এবং পিয়া
১৫ ই ফেব্রুয়ারি প্রেম দিবসের পরের দিন ভালোবাসা মাখা একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সন্তান আগমনের সুখবর শুনিয়েছেন পিয়া। এতদিন একটি কুকুর বাঘা এবং একটি বিড়াল নীনাকে নিয়ে পরম এবং পিয়ার সুখের সংসার ছিল। এবার পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। সোশ্যাল মিডিয়াতে ‘বেবি অন দা ওয়ে’ পোস্ট দিয়ে সুখবর দিয়েছেন পিয়া।
আরও পড়ুন : কাঞ্চনকে ব্ল্যাকমেইল করে, ভুরি ভুরি মিথ্যে বলে ঠকিয়েছেন! বিস্ফোরক শ্রীময়ী চট্টরাজ
View this post on Instagram
আরও পড়ুন : কার সঙ্গে প্রেম করছেন ‘পরিণীতা’র পারুল? প্রকাশ্যে মনের মানুষের কথা ফাঁস করলেন ঈশানী
পোষ্টের ক্যাপশনে পিয়া লিখেছেন, “ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল.. কারণ আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর দুই পোষ্যের ছবি দিয়ে ৪টি লাইনে লিখেছেন, ১. এই আমরা, ২. এই আমাদের বড় সন্তান নিনা ৩. তারপর গত বছর বাঘা এসেছিল, ৪. আমাদের ভালোবাসার বুদবুদ ক্রমশ বেড়ে উঠছে, শীঘ্রই এই দলে যোগদান করবে একজন মানুষ!’’ সুখবর পেতেই সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে শুভেচ্ছা। হবু বাবা ও মাকে শুভেচ্ছা জানাচ্ছেন টলিউড অভিনেতা এবং নেটনাগরিকরা।