সেলিব্রেটি হয়েও অতিসাধারণ! পঙ্কজ ত্রিপাঠির জীবনযাত্রা জানলে স্যাল্যুট জানাবেন আপনিও

বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেতা তিনি। আউটসাইডার হয়েও কেবলমাত্র অভিনয়ের জোরে বলিউডের মাটিতে শক্ত করেছেন নিজের খুঁটি। তিনি সকল দর্শকের অত্যন্ত পছন্দের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সিনেমা, সিরিজ মিলিয়ে পঙ্কজ প্রচুর কাজ করেছেন। এখন দুহাতে টাকা রোজগার করেন তিনি। কিন্তু তার জীবনযাত্রা দেখলে অবাক হবেন আপনি। এত বড় তারকা হয়েও খুবই সাধারণ জীবন যাপন করেন পঙ্কজ ত্রিপাঠি। প্রয়োজনের বাইরে খরচ তার একদমই পছন্দ নয়। আর এই নিয়ে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ঝামেলাও বাঁধিয়ে বসেন অভিনেতা।

পঙ্কজ ত্রিপাঠীর জীবনটা সত্যিই কোনো সিনেমার থেকে কম নয়। খুবই সাধারণ এক কৃষক পরিবারে জন্ম হয় তার। ছেলে এত বড় তারকা হওয়া সত্বেও তার বাবা গ্রামের জমিতে চাষবাস করেন আজও। পঙ্কজ নিজেও ভাবতে পারেননি তিনি কখনও অভিনেতা হবেন। তিনি ভেবেছিলেন বড় হয়ে একটা ট্রাক্টর কিনবেন। বাবার মতই কৃষিকাজ করবেন। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল। তিনি নিজেও বলেন এই কথা, “যদি তুমি কিছু চাও আর ঈশ্বর সেটা তোমায় না দেন তাহলে বুঝতে পারবে সেটা ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর হয়তো তোমার জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছেন। ঠিক যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার ঘরে যদি ক্লাস টেনে ট্রাক্টরটা এসে যেত তাহলে আমি আর অভিনেতা হতে পারতাম না।”

Pankaj Tripathi

আজ সুখের মুখ দেখলেও পঙ্কজ তার পুরনো দিনগুলো ভুলতে পারেন না। আর সেই সঙ্গে রয়েছে তার কিছু আদর্শ। যেমন তিনি প্লাস্টিকের জিনিস সহ্য করতে পারেন না। বাড়িতে কোন প্লাস্টিকের কৌটো কিংবা মাইক্রোওভেনের মত ইলেকট্রনিক্স জিনিস তিনি মোটেও পছন্দ করেন না। আসলে প্লাস্টিকের তৈরি জিনিস পরিবেশের ক্ষতি করে। আর পঙ্কজ ত্রিপাঠী খুব পরিবেশ সচেতন। তবে এই নিয়ে স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই তার ঝামেলা বাঁধে। এমনকি পরিবেশের ক্ষতি করবে বলে নিজের বাড়িতে এসিও লাগাতে দিতে চাননি পঙ্কজ। তবে প্রবল আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে এসি লাগাতেই হয়েছে।

আরও পড়ুন : মন্নত ছেড়ে ভাড়াবাড়িতে গিয়ে উঠলেন শাহরুখ খান! মাসে মাসে গুনবেন এত টাকা

Pankaj Tripathi`s Simple Life Style Know More

আরও পড়ুন : কেন স্বামীর সঙ্গে থাকেন না স্বস্তিকা? অভিনেত্রীর স্বামী আসলে কে?

আর পাঁচজন তারকার মত ঝাঁ চকচকে জীবন নয় পঙ্কজ ত্রিপাঠির। তিনি খুব অল্পতেই সন্তুষ্ট থাকেন। জীবনে ঠিক যতোটুকু প্রয়োজন তার বেশি তিনি কোন কিছুই করতে রাজি নন। আর তার এত সিম্প্লিসিটিই তাকে আর পাঁচজন তারকার থেকে আলাদা করে।