‘নিম ফুলের মধু’র পর জি বাংলায় ফিরলেন ‘পর্ণা’ পল্লবী! কোন সিরিয়ালে দেখা যাবে তাকে?

নিম ফুলের মধুর পর আবার জি বাংলাতেই কামব্যাক করলেন পর্ণা ওরফে পল্লবী শর্মা। হ্যাঁ, ঠিকই শুনছেন। জি বাংলার একটি সিরিয়ালে প্রবেশ করলেন অভিনেত্রী। কে আপন কে পর এর পর নিম ফুলের মধু, মাঝখানে বেশ কয়েকটা বছর গ্যাপ দিয়েছিলেন পল্লবী শর্মা। হাতে গুনে এ পর্যন্ত দুটি সিরিয়াল করেছেন তিনি। দুটোই সুপারহিট। এবার কোন সিরিয়ালে পা রাখবেন পল্লবী শর্মা?

একটানা প্রায় তিন বছর নিম ফুলের মধুতে কাজ করেছেন পল্লবী শর্মা। সিরিয়ালটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে খুবই মন খারাপ ছিল পল্লবীর। তাই জি বাংলা তাকে দিল সেকেন্ড চান্স। তারসহ অভিনেতা সৃজন ওরফে রুবেল দাস এরই মধ্যে জি বাংলার তুই আমার হিরো সিরিয়ালের হাত ধরে ফিরেছেন। আর পল্লবী ফিরলেন পরিণীতা সিরিয়ালের হাত ধরে। বর্তমানে বাংলা সিরিয়ালের টিআরপি টপার এই সিরিয়াল। এখানেই স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে পর্ণা ওরফে পল্লবীর।

Pallavi Sharma

আসলে এবার শুরু হচ্ছে পরিণীতার হোলি স্পেশাল পর্ব। যেখানে শুধু পরিণীতার পরিবার নয়, ফুলকি, মিঠিঝোরার পাশাপাশি নিম ফুলের মধুর পরিবারও হাজির থাকবে। ‌ ফুলকি এবং রাইপূর্নার সঙ্গে এদিন দেখা মিলল পর্ণারও। রায়ানকে দেখেই সে বলল, “তোমাকে না অনেকটা আমার ভাইয়ের মত দেখতে।” আসলে নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণার দেওরের ভূমিকাতে অভিনয় করেছিলেন উদয় প্রতাপ সিং। উদয় এখন পরিণীতাতে রায়ানের চরিত্রে অভিনয় করছেন।

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় নায়কের সঙ্গে সিরিয়ালে ফিরবেন পল্লবী শর্মা

Pallavi Sharma

আরও পড়ুন : ছোটতে বাবা-মাকে হারিয়েছেন! কত দূর পড়াশোনা করেছেন ‘তারকাটা পর্ণা’ পল্লবী শর্মা?

যতদূর জানা যাচ্ছে পরিণীতা সিরিয়ালে কেবল একদিনের জন্যই আপাতত দেখা মিলবে পল্লবীর। খুব শীঘ্রই তিনিও নতুন সিরিয়ালের হাত ধরে ফিরবেন টিভির পর্দায়। তবে এবার স্টার জলসার ঘরের মেয়ে আবার স্টার জলসাতে ফিরছেন। স্টার জলসায় অভিষেক বীর শর্মার সঙ্গে পল্লবীর সিরিয়াল আসার কথা রয়েছে। তবে সেই সিরিয়াল নিয়ে নতুন কোনও আপডেট এখনও মেলেনি।