কে আপন কে পর থেকে নিম ফুলের মধু, হাতেগোনা মাত্র দুটি সিরিয়ালে অভিনয় করেছেন পল্লবী শর্মা। আর দুটোই হয়েছে সুপারহিট। বর্তমান সময়কালে কোনো সিরিয়াল এক বছর চলা মানেও বিরাট ব্যাপার। সেই জায়গায় পল্লবীর সিরিয়াল বেশ কয়েক বছর চলে। আসলে খুবই বেছে বেছে কাজ করেন তিনি। গল্প পছন্দ না হলে তিনি মোটেও কাজ নেন না। এবার শোনা যাচ্ছে শীঘ্রই একটি নতুন সিরিয়ালের হাত ধরে তিনি আবার পর্দায় ফিরবেন।
নতুন সিরিয়াল নিয়ে আসছেন পল্লবী শর্মা
পল্লবী শর্মা এবং রুবেল দাসের সিরিয়াল নিম ফুলের মধু সদ্য শেষ হয়েছে। রুবেল ইতিমধ্যেই তুই আমার হিরো সিরিয়াল দিয়ে আবার জি বাংলার পর্দায় ফিরেছেন। দর্শকরা পল্লবীকেও নতুন কোনও সিরিয়ালে দেখতে চাইছিলেন। তাদের সেই আশা এবার পূরণ হবে। নিম ফুলের মধুর পর পর্ণা আবার সিরিয়ালে ফিরবেন। স্বাভাবিকভাবেই এই খবরে খুবই খুশি দর্শকরা। কোন চ্যানেলে কোন সিরিয়ালে আসবেন তিনি?
পল্লবী শর্মার নতুন সিরিয়ালের নায়ক কে?
কে আপন কে পর সিরিয়ালে বিশ্বজিৎ ঘোষ, নিম ফুলের মধুতে সৃজন দাসের সঙ্গে পল্লবী শর্মার জুটি দর্শকরা খুবই পছন্দ করেছেন। তাই পল্লবীর নতুন সিরিয়ালের নায়ক কে হবেন সেটা নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। প্রথমে শোনা গিয়েছিল অভিষেক বীর শর্মার সঙ্গে জুটি বেঁধে নতুন সিরিয়ালে অভিনয় করবেন পল্লবী। কিন্তু এখন শোনা যাচ্ছে অভিষেক নন, পল্লবীর নায়ক হতে চলেছেন প্রতীক সেন।
আরও পড়ুন : কেন অভিনয় ছেড়ে দিলেন সুভদ্রা মুখার্জী? জানলে চোখে জল আসবে
আরও পড়ুন : অসুস্থ বাবা, ছোটবেলাতেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছেন দিতিপ্রিয়া রায়
প্রতীক সেন যাকে খোকাবাবু, মোহর, সাহেবের চিঠি, সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। বর্তমানে তাকে উড়ান সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এই সিরিয়াল বন্ধ হবে খুব তাড়াতাড়ি। তাই এবার প্রতীক ও পল্লবীর জুটি নিয়ে আসছে নতুন সিরিয়াল। তবে সিরিয়ালের নাম কিংবা চ্যানেলের নাম জানা যায়নি। খুব শীঘ্রই এই নতুন সিরিয়াল সম্পর্কে আরও বিস্তারিত আপডেট আসবে।